Advertisement
Advertisement

Breaking News

Tollywood actress Subhashree Ganguly trolled in social media

বাসনের দোকানে দাঁড়িয়ে ছবি পোস্ট, সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার শুভশ্রী

তবে নেটিজেনদের কটাক্ষে আমল দিতে নারাজ রাজ ঘরনি।

Tollywood actress Subhashree Ganguly trolled in social media । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 26, 2023 1:34 pm
  • Updated:February 26, 2023 1:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তারকারা ছবি পোস্ট করামাত্রই কাটাছেঁড়া লেগেই থাকে। প্রশংসার পরিবর্তে সমালোচনা করতেই যেন রে রে করে তেড়ে আসেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং যেন রোজকার ডাল ভাত হয়ে গিয়েছে। ঠিক তেমনই আরও একবার নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাসনের দোকানে দাঁড়িয়ে ছবি পোস্ট করে কুৎসিত আক্রমণের শিকার হলেন তিনি।

সম্প্রতি বাসনের দোকানের মাঝে দাঁড়িয়ে ছবি পোস্ট করেন শুভশ্রী। ক্যাপশনে লেখেন, ‘I Vive different!’। ছবি পোস্টের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় রিলও করেন অভিনেত্রী।

Advertisement

[আরও পড়ুন: প্রথমবার বড়পর্দায় অভিনয়ের জন্য কত টাকার চেক পেয়েছিলেন? জানালেন অক্ষয় কুমার]

অন্য ধরনের ছবি দেওয়াই যেন কাল হল। ছবি পোস্ট হওয়া মাত্রই শুরু হয় কাদা ছোঁড়াছুঁড়ি। প্রশংসার বদলে অভিনেত্রীর কপালে জুটল কটাক্ষ। ছবির এডিটিং নিয়ে প্রশ্ন তোলেন বেশিরভাগ নেটিজেন।

Subhashree

আবার কেউ কেউ তাঁর থেকে বাসন কেনার প্রস্তাব দেন। লেখেন, “দিদি দু’টো গামলা আর একটা বালতি লাগবে। আসব নাকি?”

Subhashree

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আবার কেউ কেউ দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়ালের তুলনা করেছেন। তাঁকে নকল করে অভিনেত্রী ফটোশুট করেছেন বলেও অভিযোগ করেন কেউ কেউ।

যদিও বরাবরের মতো এবারও নেটিজেনদের কটাক্ষে কান দিতে নারাজ রাজ ঘরনি। বর্তমানে অবশ্য এসব কথায় কান দেওয়ার সময়ও নেই তাঁর। কারণ, আপাতত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। পরিচালক দেবালয়ের এই ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি’র দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন তিনি। ওয়েব সিরিজ সকলের মন ছুঁতে পারে কিনা, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: অবিকল যেন সুশান্ত সিং রাজপুত, হৃতিকের পাশে কে এই অভিনেতা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement