Advertisement
Advertisement

Breaking News

Subhashree Ganguly

‘রুক্মিণী আমার থেকে অনেকটা জুনিয়র’, এবার বিনোদিনী বিতর্কে মুখ খুললেন শুভশ্রী

বিনোদিনী নিয়ে বিতর্কে বিরক্ত শুভশ্রী।

Tollywood actress Subhashree Ganguly opens up over Nati Binodini
Published by: Monishankar Choudhury
  • Posted:March 16, 2025 2:21 pm
  • Updated:March 16, 2025 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদিনী নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। ইতিমধ্যে পর্দায় মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী ছবিটি। সে ছবি দর্শকের প্রশংসাও কুড়িয়েছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু বিতর্কের সূত্রপাত হয় তখনই যখন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর আগামী ছবিতে বিনোদিনীর চরিত্রের জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন। পরিচালকের আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে বিনোদিনী হবেন শুভশ্রী। ব্যস এই ঘোষণার পর থেকেই তুলনা শুরু হয়েছে। অনবরত এই তুলনায় বেশ বিরক্ত রাজ ঘরনি শুভ।

দোলের দিন সৃজিতের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এক আনুষ্ঠানিক ঘোষণা পর্বে হাজির ছিলেন শুভশ্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের ক্ষোভ উগরে দেন শুভশ্রী। সাংবাদিকদের প্রশ্ন শুনে শুভশ্রীর সপাট জবাব “রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র। মাত্র কিছু ছবিতে কাজ করেছে। ও নিশ্চয়ই প্রচণ্ড মন দিয়ে কাজটি করেছে। তবে আমার দেখা হয়নি। ও নিশ্চয়ই ভালো করেছে। আমার মনে হয় এখানেই বিনোদিনী বিতর্কের ইতি হওয়া দরকার। কারণ আমি প্রত্যেক অভিনেতার কাজকে সম্মান করি। তাছাড়া ‘লহ গৌরাঙ্গের নাম রে’ কোনভাবেই বিনোদিনীকে নিয়ে ছবি নয়, তার থেকে অনেক বড়।” 

Advertisement

আর এই বিনোদিনী বিতর্কের ইতি টানতে এবার রাজপত্নীর পাশে দাঁড়ালেন পরিচালক সৃজিত। তিনি সাফ জানিয়ে দিলেন, “শুভশ্রীকে বিনোদিনী হিসাবে ভেবেছিলাম চার বছর আগে। ওই আমার প্রথম পছন্দ ছিল। কোনও কারণে সেটা হয়ে ওঠেনি। এখন আমি আমার প্রথম পছন্দকেই পাচ্ছি জগন্নাথের ইচ্ছায়।” পর্দায় রুক্মিণী নাকি শুভশ্রী বিনোদিনী হিসাবে কোন অভিনেত্রী বেশি ছাপ ফেলবেন তা তো সময়ই বলবে। আপাতত দর্শক রয়েছে শুভশ্রীকে বিনোদিনী হিসাবে দেখার অপেক্ষায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub