Advertisement
Advertisement
Tollywood actress Srabanti Chatterjee shares hot picture in social media

মালদ্বীপের পর খোলামেলা পোশাকে পাহাড়ে শ্রাবন্তী, সঙ্গী কে?

খোশমেজাজে পাহাড়ে শ্রাবন্তী।

Tollywood actress Srabanti Chatterjee shares hot picture in social media । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 27, 2021 12:32 pm
  • Updated:September 27, 2021 9:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছনে পাহাড়। আশেপাশে সবুজের ভিড়। তারই মাঝে খোলামেলা অবতারে ধরা দিলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ছবিই এখন নেটদুনিয়ায় আগুন ঝরাচ্ছে। ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। তবে বরাবরের মতো এবারও নেটিজেনদের বাঁকা কথাও সহ্য করতে হল অভিনেত্রীকে।

পাহাড়ে একেবারে খোশমেজাজে দেখা গেল অভিনেত্রীকে। কালো পোশাকে মোহময়ী রূপে ধরা দিলেন তিনি। ক্যাপশনে লিখলেন, “মুডস”।

Advertisement

তাঁর ছবি মুহূর্তে ভাইরাল হওয়ার কথাই ছিল। আর হলও তা। নেটিজেনদের নজর এড়াল না। প্রশংসায় ভরালেন নেটিজেনরা। তবে কেউ কেউ তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও খোঁচা দেন অনেকেই। আবার কেউ কেউ জানতে চান, পাহাড়ে কার সঙ্গে গিয়েছেন তিনি? যদিও সে প্রশ্নের উত্তর অধরা।

[আরও পড়ুন: ‘আরণ্যক’ সিরিজের টিজারে রহস্যের সন্ধানে রবিনা ট্যান্ডন ও পরমব্রত চট্টোপাধ্যায়]

মালদ্বীপে (Maldives) গিয়েই একেবারে হট অবতারে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন শ্রাবন্তী। ছোট পোশাকে মহানন্দে চুমুক দেন প্রিয় পানীয়র গ্লাসে। সেই ছবি আপলোড করেন ইনস্টাগ্রামে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। তাঁর ও রাজীবের ছেলে অভিমন্যু। ডাক নাম ঝিনুক।

Srabanti Chatterjee's son Abhimanyu Chatterjee

অভিনেত্রীর বিবাহিত জীবনের টানাপোড়েন একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে। রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষাণ ব্রজকে মন দিয়েছিলেন শ্রাবন্তী।

srabanti chatterjee

সে সম্পর্ক ভাঙার পর আবার গুরুদ্বারে গিয়ে রোশন সিংকে (Roshan Singh) বিয়ে করেন। সেই সম্পর্কও টেকেনি।

Roshan Singh and Srabanti Chatterjee?

একই আবাসনে থাকা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের গুঞ্জনও শোনা যায়। মালদ্বীপের ছুটিতে নাকি শ্রাবন্তীর সঙ্গে ছিলেন অভিরূপও। জন্মদিনে তাঁকে হীরের আংটি উপহার দিয়েছিলেন শ্রাবন্তী।  

Srabanti Chatterjee trolled after posting picture of getting Corona Vaccine

 

[আরও পড়ুন: ছেলে ঈশানের বয়স হল এক মাস, কীভাবে সেলিব্রেট করলেন Nusrat Jahan?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement