Advertisement
Advertisement
Tollywood actress Srabanti Chatterjee

Srabanti Chatterjee: বিশেষ বন্ধু নন, ছেলের বান্ধবীর সঙ্গে মলদ্বীপে উষ্ণতা ছড়ালেন শ্রাবন্তী!

দিনকয়েক আগে মলদ্বীপে বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করেন শ্রাবন্তী।

Tollywood actress Srabanti Chatterjee comments on her son's girlfriend's instagram post । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 24, 2022 4:03 pm
  • Updated:July 24, 2022 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। ব্যক্তি শ্রাবন্তী (Srabanti Chatterjee) কোথায় যাচ্ছেন, কী করছেন আর বলা ভাল সঙ্গে কোন পুরুষসঙ্গী রয়েছেন – তা নিয়ে আলোচনা যেন লেগেই থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মলদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেন অভিনেত্রী। প্রশ্ন উঠতে শুরু করে তবে কি বিশেষ বন্ধু অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি? এই জল্পনায় জল ঢাললেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর বান্ধবী দামিনী।

damini

Advertisement

শনিবার দামিনী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যে ছবিগুলি দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে, সেগুলি মলদ্বীপের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Damini Ghosh (@daminighosh77)

[আরও পড়ুন: ‘নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম’, বিস্ফোরক স্বীকারোক্তি মিঠুন চক্রবর্তীর]

দামিনীর ওই পোস্টে মন্তব্যও করেছেন শ্রাবন্তী। কমেন্ট বক্সে লিখেছেন, “উফফ”। তার সঙ্গে আগুনের দু’টি ইমোজিও দেন অভিনেত্রী।

Srabanti

টলিপাড়ায় প্রায় সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শ্রাবন্তী। তেমনই অভিনেত্রীপুত্র অভিমন্যুও নজরে থাকেন সকলের। তাঁর বান্ধবী দামিনীকেও নিয়ে কৌতূহলের সীমা নেই।

damini

মডেলিংয়ে বেশ সুখ্যাতি কুড়িয়েছেন দামিনী। গত ২০২১ সালের শুরুর দিকে মডেল দামিনী ঘোষের সঙ্গে অভিমন্যুর সম্পর্কের কথা সামনে আসে। টানা তিন বছর আগেই নাকি মন বিনিময় হয়েছিল তাঁদের। ছেলে এবং ছেলের বান্ধবীর সঙ্গে বেশ বন্ধুর মতো মেশেন শ্রাবন্তী। অনেক সময় একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে তাঁদের।

damini

গত বছর ওই দু’জনকে নিয়ে মলদ্বীপে গিয়েছিলেন অভিনেত্রী। তার আগে গিয়েছিলেন কাশ্মীরেও। দামিনীর ইনস্টাগ্রাম পোস্ট দেখার পর অনেকেই মনে করছেন, এবারও ছেলের বান্ধবী দামিনীকে সঙ্গে নিয়ে মলদ্বীপে গিয়েছিলেন শুভশ্রী। যদিও এখনও পর্যন্ত দামিনী কিংবা শুভশ্রী, কেউই এ বিষয়ে মুখে কিছু বলেননি।

Srabanti

[আরও পড়ুন: এবার ‘বঙ্গভূষণ’ পাচ্ছেন দেব-ঋতুপর্ণা, আর কে কে রয়েছেন তালিকায়?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement