সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ টলিউড নায়িকারা। কখনও নুসরত (Nusrat Jahan), কখনও মিমি (Mimi Chakraborty), কখনও আবার শ্রাবন্তী (Srabanti Chatterjee), তনুশ্রী (Tanushree Chakraborty), শুভশ্রী (Subhashree Ganguly)। সোশ্যাল মিডিয়ায় এই টলি সুন্দরীরা ছবি বা ভিডিও আপলোড করলেই নেটিজেনরা একেবারে ঝাঁপিয়ে পড়ছেন। নায়িকাদের কমেন্ট বক্স জুড়ে নানা মন্তব্য। এবার সেই বিপাকেই পড়লেন টলিউডের আরেক সুন্দরী নায়িকা পায়েল সরকার (Paayel Sarkar)। পায়েলের এক ভিডিও দেখে নেটিজেনরা একেবারে নাকানি চোবানি খাওয়াতে ব্যস্ত নায়িকাকে।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা দিয়েছেন পায়েল সরকার।বিজেপির হাত ধরে রাজনীতিতে আসার প্রথম দিন থেকেই পায়েলকে নিয়ে নানা মন্তব্য চোখে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন পায়েল। আর তারপর থেকেই যেন বেশি কটাক্ষ শুনতে হচ্ছে তাঁকে।
View this post on Instagram
এবারও তেমনটিই ঘটল। সোশ্যাল মিডিয়ায় হলুদ পোশাকে এক ফ্যাশন ভিডিও পোস্ট করেন পায়েল। আর তা দেখেই রীতিমতো ক্ষেপে গেলেন নেটিজেনরা। ভিডিওর নিচে একের পর এক কু-মন্তব্য ভরিয়ে দেন তাঁরা।
নেটিজেনরা কেউ কেউ বয়স, চেহারা নিয়ে পায়েলকে খোঁটা দিতে ছাড়েননি। জনৈক নেটিজেন তো পরিষ্কার পায়েলকে বললেন, বয়স তো কম হল না, বিয়ে শাদি করুন। এরকম ভাবে আর কত বছর থাকবেন! অনেকে আবার পায়েলের রাজনীতিতে আগমন নিয়েও কটাক্ষ করলেন। জনৈক নেটিজেন লিখলেন, এরাও রাজনীতিতে! হায়রে দেশ। অনেকে কমেন্ট বক্সে ‘জয় শ্রী রাম’ লিখে ভরিয়ে দিয়েছেন।
নির্বাচনে প্রচারের সময় নায়িকা সুলভ চেহারায় একেবারেই দেখা যায়নি পায়েলকে। বরং সাদা রঙের পোশাকেই বেশিরভাগ নজর কেড়েছিলেন তিনি। তবে হলুদ খোলামেলা পোশাকে এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, যেই না ভোটে হারলেন, অমনি ভোল বদল! সাদা ছেড়ে সোজা হলুদ, চুড়িদার ছেড়ে সোজা জিনস, ছোট টপে! তবে এই ট্রোল নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি পায়েল। ব্যাপারটাকে এড়িয়েই যেতে চান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.