Advertisement
Advertisement

Breaking News

Madhumita Sarcar

বলিউডে ব্রেক! ‘হ্যান্ডসাম’ নায়কের বিপরীতে হিন্দি ছবিতে মধুমিতা, ভাষা শেখা নিয়ে চিন্তায় অভিনেত্রী

টলিউড নায়িকার বিপরীতে 'হ্যান্ডসাম' নায়ক। কে?

Tollywood actress Madhumita Sarcar debut hindi film Farz | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 14, 2023 1:47 pm
  • Updated:July 14, 2023 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় সিনেমা, সিরিজের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন মধুমিতা সরকার। অরণ্য ওরফে যশ দাশগুপ্তের পর এবার পাখিরও মুম্বইতে পাড়ি। হিন্দি ছবির নায়িকা হচ্ছেন অভিনেত্রী। নিঃসন্দেহে মধুমিতার অভিনয় কেরিয়ারে বড় ব্রেক হতে চলেছে এই কাজ।

প্রসঙ্গত, বাংলা সিনে ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকাদের অনেকেই বলিউডের দিকে ঝুঁকছেন বর্তমানে। তালিকায় অবশ্য লম্বা। যিশু চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো তাবড় টলিউড অভিনেতারা একের পর এক হিন্দি ছবিতে ছক ভাঙছেন। নায়িকারাও অবশ্য পিছিয়ে নেই। স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, পাওলি দাম অনেকেই রয়েছেন। খোদ ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি দু’টি হিন্দি সিরিজ ‘স্কুপ’, ‘জুবিলি’তে সাড়া ফেলে দিয়েছেন বলিউডে। আবির চট্টোপাধ্যায়ও মুম্বইতে কাজ করে এসেছেন। ‘পোস্ত’র হিন্দি রিমেকের মুখ্য ভূমিকায় মিমি চক্রবর্তী। যশ দাশগুপ্তও সম্প্রতি একটি ছবিতে অভিনয় করেছেন। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন টলিপাড়ার সুন্দরী নায়িকা মধুমিতা সরকার।

Advertisement

মাসখানেক ধরেই যদিও শোনা যাচ্ছিল যে বলিউডে কাজ করতে চলেছেন মধুমিতা, তবে যতক্ষণ না সিলমোহর পড়ছে, ততক্ষণ নায়িকা এই বিষয়ে মুখে কুলুপই এঁটেছিলেন। এবার জানা গেল, ‘ফর্জ’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন মধুমিতা সরকার। বিপরীতে ‘হ্যান্ডসাম’ নায়ক। তনুজ ভিরওয়ানি। জনপ্রিয় অভিনেত্রী রতি অগ্নিহোত্রীর ছেলে। বেশ কয়েকটা সিরিজ, সিনেমা করে ফেলেছেন ইতিমধ্যেই। সানি লিওনির বিপরীতে ‘ইনসাইড এজ’-এও অভিনয় করেছেন তনুজ। এবার সেই নায়কের সঙ্গেই হিন্দি ছবি ‘ফর্জ’-এ জুটি বাঁধছেন মধুমিতা সরকার।

[আরও পড়ুন: ‘আদিপুরুষ থেকে শিক্ষা নিয়েছি’, রণবীর-আলিয়ার ‘রামায়ণ’ নিয়ে বিতর্ক চান না পরিচালক নীতেশ]

উল্লেখ্য, ‘ফর্জ’ হিন্দি সিনেমা হলেও পরিচালক কিন্তু বাঙালি। প্রীতম মুখোপাধ্যায়। কেমন গল্প? এপ্রসঙ্গে অভিনেত্রী জানান, “কমেডি ঘরানার হলেও ইমোশনাল টাচ রয়েছে। ছবিতে একজন সরপঞ্চজীর মেয়ে আমি। বিহারের প্রেক্ষাপটে এক প্রেমের গল্প। তবে নায়ক নায়িকার প্রেমে বাঁধা হয়ে দাঁড়াবে জাঁদরেল বাবা।” যেহেতু বিহারের প্রেক্ষাপটে গল্প তাই এই ছবির সংলাপে বিহারি, ভোজপুরী ভাষার ছোঁয়া রয়েছে। আর সেই ভাষা শেথার জন্যই মধুমিতা আপাতত চিন্তায় রয়েছেন। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অভিনেত্রী। আগস্ট মাসের মাঝামাঝি শুরু হবে শুটিং। বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার বিভিন্ন লোকশনে শুটিং হওয়ার কথা।

[আরও পড়ুন: এবার এক ছবিতে ক্যাটরিনা, দীপিকা ও আলিয়া, নায়ক কি রণবীর কাপুর? বড় চমক আদিত্য চোপড়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement