Advertisement
Advertisement

Breaking News

Tollywood actress Madhumita Sarcar admitted in hospital

চোখে বেশি পাওয়ারের চশমা, চলছে স্যালাইন, কী হল অভিনেত্রী মধুমিতা সরকারের?

নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন অভিনেত্রী।

Tollywood actress Madhumita Sarcar admitted in hospital । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 17, 2023 11:08 am
  • Updated:April 17, 2023 11:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। চোখে বেশি পাওয়ারের চশমা। চলছে স্যালাইন। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী মধুমিতা সরকারের এমন ছবি দেখে উদ্বিগ্ন অনুরাগীরা। কী হল তাঁর, প্রশ্ন সকলের।

মধুমিতা ছবি পোস্ট করে লেখেন, “মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভালভাবে সেরে উঠছি। ভালবাসার জন্য আপনাদের ধন্যবাদ।” সেরে উঠছেন, তা ভাল কথা। কিন্তু অভিনেত্রীর হয়েছিল কী? শোনা যাচ্ছে, অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছিল মধুমিতার। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে অস্ত্রোপচারও করতে হয়। তবে আপাতত বিপন্মুক্ত অভিনেত্রী। 

Advertisement

[আরও পড়ুন: এ বছরে বাংলার প্রথম হিট! বক্স অফিসে কামাল ‘দ্য একেন’-এর, প্রথম সপ্তাহের আয় কত?]

বর্তমানে শুটিং ফ্লোরে যথেষ্ট ব্যস্ত মধুমিতা। কারণ, ‘চিনি ২’ ছবির কাজ চলছে। মাঝে গোয়ায় ঘুরেও আসেন। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গেও দেখা গিয়েছিল তাঁকে। তবে আপাতত লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে মধুমিতাকে। কারণ, অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবেই কয়েকদিন বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

[আরও পড়ুন: গরিব টাঙাওয়ালার ছেলেই গ্যাংস্টার, রাজনীতির ছত্রছায়ায় উত্থান ও পতন আতিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement