সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিডবিধি (Covid Norms) না মেনে রাতের সল্টলেকে ঘোরাফেরার অভিযোগ উঠল অভিনেত্রী ঈশা সাহার (Ishaa Saha) বিরুদ্ধে। শুক্রবার রাতে সল্টলেকের ৪ নম্বর গেটের কাছে নাকা চেকিং চলার সময় পুলিশ তাঁর গাড়ি থামায়। সেই সময় গাড়ির পিছনের আসনে বসেছিলেন অভিনেত্রী। অভিযোগ, গাড়ির ঠিকঠাক কাগজও দেখাতে পারেননি তিনি। তাই তাঁর বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের হযেছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত দশটা নাগাদ সল্টলেক (Salt Lake) চার নম্বর গেটেক কাছে নাকা চেকিং চলছিল। সেই সময় একটি গাড়ি থামায় পুলিশ। ওই গাড়িতেই ছিলেন অভিনেত্রী ঈশা। অভিনেত্রীর গাড়ি বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। গাড়ির কাগজপত্র দেখতে চাওয়া হয়। চালকের লাইসেন্সও দেখতে চাওয়া হয়। তবে গাড়ির কাগজপত্র দেখাতে পারেননি ঈশার চালক। এরপর ট্রাফিক আইন অনুযায়ী তাঁর জরিমানা করা হয় বলেও জানা গিয়েছে।
করোনা রুখতে রাজ্যজুড়ে এখনও জারি একাধিক বিধিনিষেধ। কোভিড সংক্রমণ রুখতে রাতের গতিবিধির ক্ষেত্রে লাগাম টেনেছে রাজ্য সরকার। নবান্নের সিদ্ধান্ত অনুযায়ী, রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। যারা এই নিয়ম অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা সত্ত্বেও নিয়মভঙ্গকারীর কোনও অভাব নেই। ইতিমধ্যেই পুলিশ কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটেও (Park Street) নাকা তল্লাশি জারি রেখেছে। সেখানেও প্রায় প্রতি রাতেই কোভিডবিধি লঙ্ঘন করে বহু মানুষকেই ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। পুলিশ ওই নিয়মভঙ্গকারীদের ধরপাকড়ও জারি রেখেছে।
এছাড়া শহরের অভিজাত দুই হোটেলে সপ্তাহান্তে পার্টির আয়োজনের অভিযোগও উঠেছে। যদিও পার্ক স্ট্রিটের হোটেলে হানা দিয়ে পুলিশ পার্টি ভেস্তে দেয়। গ্রেপ্তার হন ৩৭ জন। মিন্টো পার্কের (Minto Park) হোটেলে পার্টির খবর পেয়ে হানা দেয় আবগারি বিভাগের আধিকারিকরা। যদিও ওই পাঁচতারা হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আধিকারিকদের কার্যত হেনস্তা করার অভিযোগ উঠেছে। সেই রেশ কাটতে না কাটতেই কোভিডবিধি অমান্য করে শিরোনামে অভিনেত্রী ঈশা। তবে ঠিক কী কারণে বিধিনিষেধ না মেনে রাতের রাস্তায় বেরিয়েছিলেন তিনি, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.