সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলেখা যে বরাবরই কুকুর ভালবাসেন সেকথা অবশ্য কারও অজানা নয়! কুকুরদের খাওয়াতে গিয়ে একাধিকবার তাঁর আবাসনের বাসিন্দাদের থেকে কটু কথাও শুনতে হয়েছে তাঁকে। এবারও তার অন্যথা হয়নি। লকডাউন পরিস্থিতিতে ওদের খাবার জুটবে কোথা থেকে, চিন্তায় তাঁর কপালে ভাঁজ পড়েছিল। অতঃপর তাদের খাদ্যসংস্থানের ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন অভিনেত্রী। আশেপাশের বেশ কয়েকটি কুকুরের খাওয়ার দায়িত্ব নিয়েছেন শ্রীলেখা মিত্র। নিজের খাদ্যতালিকা থেকে প্রাতঃরাশ বাদ দিয়েছেন। নিজে নুডলস খেয়ে থাকছেন। কিন্তু রাস্তার কুকুররা যাতে অভুক্ত না থাকে, সেদিকে খেয়াল রেখেছেন। রাস্তার কুকুরদের খাওয়াতে গিয়েই বেজায় বিপাকে পড়লেন তিনি। পোশাকের জন্য আবাসনের বাসিন্দাদের কাছে কদর্য মন্তব্য শুনতে হল তাঁকে। “কেন হাফপ্যান্ট পরে রাস্তায় কুকুরদের খাওয়াতে গিয়েছিলেন?” প্রশ্ন তুলেছেন, এমনকী পুলিশের দ্বারস্থও হয়েছেন তাঁর প্রতিবেশীরা।
এখানেই শেষ নয়! ফোনে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, গতকাল একটি ফেসবুক ভিডিওর জন্যও তাঁর দিকে ধেয়ে এসেছে অজস্র কটু মন্তব্য! সেই ভিডিওতে অভিনেত্রীকে হাতে একটি ছুঁড়ি নিয়ে বলতে শোনা গিয়েছে, ‘দেখি এবার আমাকে কে বাঁধা দিতে আসে! বাঁধা দিতে এলে ম্যায় উসকা খুন পি জায়ুঙ্গি…।’ আর তাতেই বাঁধে গোলমাল। হাতে ছুঁড়ি নিয়ে কেন তিনি এরকম বলবেন? প্রশ্ন তুলে আবাসনের বাসিন্দারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। এপ্রসঙ্গে শ্রীলেখা বলেন, “নিছক মজার একটা ভিডিওকে ওরা হুমকি বলে ভেবে নিল! পুলিশ ইতিমধ্যেই এসে আবাসনের নিরাপত্তারক্ষীকে নির্দেশ দিয়ে গিয়েছেন যাতে, রাস্তার কুকুরদের ঢুকতে না দেওয়া হয়। আমি কাদের মাঝে বসবাস করছি? অবাক হচ্ছি।”
বেহালার এক আবাসনে থাকেন অভিনেত্রী। গতবছর নভেম্বরের কথা। রাস্তার অসুস্থ কয়েকটি কুকুরদের নিজের বিলাসবহুল ফ্ল্যাটে আশ্রয় দিয়েছিলেন বলে তাঁর কমপ্লেক্সের বাসিন্দাদের কাছে চক্ষুশূল হয়ে উঠেছিলেন। সে একেবারে হুলস্থূল কাণ্ড! তবে শ্রীলেখা (Sreelekha Mitra) কোনও দিনই সেদিকে কর্ণপাত করেননি। এই কঠিন পরিস্থিতির মাঝেও তার অন্যথা হল না। বাড়ি থেকে বেরিয়ে সচেতনতা অবলম্বন করে রাস্তার ওই অবলা অবহেলিত প্রাণীদের পেটভরে খাওয়ালেন। নিজে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছেন। শুধু তাই নয়, অনুরাগীদের আরজি জানিয়েছেন তাঁরাও যেন এই সময়ে কুকুরদের একটু খাওয়ার জন্যে ব্যবস্থা করতে পারেন, তাঁদের সাধ্যমতো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.