সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তার আরও কয়েকগুণ বেশি দাপট দেখাল আমফান। বাংলার একাধিক জেলাকে কার্যত শ্মশান বানিয়ে ছেড়েছে এই সুপার সাইক্লোন। কলকাতায় ঘণ্টায় ১৩৩ কিলোমিটার বেগে ঝড় বয়ে গিয়েছে। অতীতের আয়লাকে এই প্রেক্ষিতে ‘শিশু’ হিসেবেই ধরছেন বিশেষজ্ঞরা। কলকাতার একাধিক এলাকা জলমগ্ন রয়েছে। গাছ ভেঙে পড়েছে প্রচুর জায়গায়। যার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন একাধিক এলাকা। একে করোনা আবহ, তার উপর গোঁদের উপর বিষফোঁড়ার মতো আমফান। এককথায়, বিপর্যস্ত রাজ্যবাসীর জনজীবন। স্বাভাবিকবশতই মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকে। সেই প্রেক্ষিতেই জনগণের মনোবল বাড়াতে বার্তা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব-রুক্মিণীর মতো একাধিক টলিউড তারকারা।
বুধবারই টুইট করেছেন সাংসদ অভিনেতা দেব। বাংলাদেশ ও বাংলার মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। অভিনেতা তথা প্রযোজক জিৎ বলেছেন,”সবাই সাবধানে থাকুন। এই সব বিপর্যয় আমরা কাটিয়ে উঠবই।”
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই কঠিন সময়ে জনগণকে মনোবল বাড়ানোর কথা বলেছেন। ভারত এবং বাংলাদেশের সকলে যাতে বাড়িতে থাকেন এবং এই বিপর্যয়ের ফলে যাতে অযথা আতঙ্কিত না হয়ে পড়েন, সেই বিষয়ে আরজি জানিয়েছেন অভিনেতা। আমফান আছড়ে পড়ার আগেও তিনি প্রত্যেককে সরকারের নির্দেশাবলী মেনে চলার পরামর্শ দিয়েছেন।
দেবের বান্ধবী তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্রও ভারত ও বাংলাদেশের সব নাগরিকদের অনুরোধ করেছেন, “অযথা আতঙ্কিত হবেন না। সবাই সাবধানে থাকুন। এই প্রার্থনা করি।”
[ আরও পড়ুন: যৌনতা নিয়ে অশালীন ইঙ্গিতের অভিযোগ, ‘পাতাল লোক’-এর বিরুদ্ধে জমা পড়ল পিটিশন ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.