Advertisement
Advertisement

Breaking News

Accident

মাঝরাতে বেপরোয়া গতিতে গাড়ি, বাইক আরোহীকে ধাক্কা, গ্রেপ্তার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়

পুলিশ সূত্রে খবর, অভিনেতা মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়়ি চালাচ্ছিলেন। তাই এই দুর্ঘটনা ঘটেছে। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে।

Tollywood actor Samrat Mukherjee arrested after car accident at Behala last night
Published by: Sucheta Sengupta
  • Posted:August 20, 2024 11:00 am
  • Updated:August 20, 2024 11:36 am  

নিরুফা খাতুন: মাঝরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা (Accident)। গ্রেপ্তার ছোটপর্দার নায়ক সম্রাট মুখোপাধ্যায়। সোমবার গভীর রাতে বেহালার (Behala) রাজা রামমোহন রায় রোডের ঘটনা। অভিযোগ, অভিনেতা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দেয়। তার পর এক বাইক আরোহীকে ধাক্কা দিলে আরোহী জখম হন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ গ্রেপ্তার করে সম্রাট মুখোপাধ্যায়কে। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর।

সম্রাট মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে টেলিভিশনের (Television) অতি পরিচিত মুখ। একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মূলত খলনায়ক হিসেবে দেখা যায় তাঁকে। সম্রাটের স্ত্রী ময়না মুখোপাধ্যায়ও অভিনেত্রী। সম্রাটের নিজের নৃত্য ও অভিনয়ের প্রশিক্ষণ কেন্দ্র আছে। সেখান থেকে প্রশিক্ষিত হয়ে শুধু অভিনয় জগতেই নয়, সংবাদমাধ্যমে নিজেদের কেরিয়ার গড়েছেন অনেকে। সম্রাট বিভিন্ন অভিনয় কর্মশালাও (Workshop)করে থাকেন। এই মুহূর্তে ছোটপর্দার ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে অভিনেতাকে দেখা যায়।

Advertisement

[আরও পড়ুন: আরও বিপাকে সন্দীপ ঘোষ! আর জি করের আর্থিক ‘বেনিয়মে’র তদন্তে SIT গড়ল রাজ্য]

শোনা গিয়েছে, সোমবার রাতে নিজের কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সম্রাট। বেহালার রাজা রামমোহন রায় রোডের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দেওয়ার পর তাঁর লাল রঙের গাড়িটিও দুমড়েমুচড়ে যায়। রাস্তার সিসিটিভি ফুটেজ  (CCTV Footage)দেখে পুলিশ অভিনেতাকে গ্রেপ্তার করেছে। এদিকে, আহত বাইক আরোহীর কপালে, গালে চোট লেগেছে। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের সঙ্গে দুর্গাপুজোকে মেশাবেন না! রাজ্যবাসীর কাছে আরজি ফোরামের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement