Advertisement
Advertisement
Dev byomkesh trolled

দক্ষিণেশ্বরের মন্দিরে নিয়ম ভাঙলেন দেব! ‘স্টার-সাংসদ বলে মাফ?’ , উড়ে এল কটাক্ষ

ভয়ংকর ট্রোলড হলেন টলিউড সুপারস্টার।

Tollywood actor Dev got trolled for clicking picture in Dakshineswar temple | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 11, 2023 4:49 pm
  • Updated:August 11, 2023 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণেশ্বরে মায়ের মূর্তির ছবি তোলা তো দূরঅস্ত, মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করাই নিষিদ্ধ। এমনিতেই শ্রাবণ মাসে পূণ্যার্তীদের ঢল নামে মন্দির চত্বরে। এবার দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহ থেকে ছবি শেয়ার করে মহাফাঁপড়ে পড়তে হল তারকা সাংসদকে।

‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ রিলিজের দিন সাতসকালে মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিতে গিয়েছিলেন টলিউড সুপারস্টার। পাশাপাশি শ্রাবণ মাস উপলক্ষে শিবলিঙ্গে জল ঢালতেও দেখা যায় দেবকে। পুজো দেওয়ার ছবি শেয়ার করে অভিনেতা লিখেছিলেন- ‘সবার ভাল হোক। হর হর ব্যোমকেশ…।’ তবে সকলের মঙ্গলকামনা করলেও নেটিজেনদের একাংশের চক্ষুশূল হতে হল দেবকে।

Advertisement

তাঁদের অভিযোগ, “সাধারণ মানুষদের যেখানে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, সেখানে মন্দিরের গর্ভগৃহে ঢুকে মায়ের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তোলার ছাড় কীভাবে পেলেন দেব? তারকা কিংবা সাংসদ বলেই সব মাফ?” কারও বা আবার প্রশ্ন, “সাংসদ বলেই ছাড় পেলেন?” এদিকে মন্দির চত্বরে আচমকাই টলিউড সুপারস্টারকে দেখতে পেয়ে ভীড় জমিয়েছিলেন অনেকে।

[আরও পড়ুন: বলিউডে ‘গ্র্যান্ড এন্ট্রি’ যশের! প্রকাশ্যে ‘ইয়ারিয়া ২’র ঝলক, উসকে দিলেন ‘অরণ্য’ নস্ট্যালজিয়া]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

প্রসঙ্গত, ‘ব্যোমকেশ দুর্গরহস্য’ নিয়ে দেব ভক্তরা যেভাবে উত্তেজনায় ফুটছেন, সেই প্রমাণ চিত্র ধরা পড়ল এদিন প্রেক্ষাগৃহের বাইরেই। অতিমারী উত্তরপর্বে ‘প্রজাপতি’, ‘টনিক’ একচেটিয়া হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন দেব, এবার তাঁর ব্যোমকেশ-এর পালা। আর সেই প্রেক্ষিতেই ভাগ্যপরীক্ষার দিন দক্ষিণেশ্বরে পুজো দিতে যান দেব। আর সেই ছবি ঘিরেই এবার নেটপাড়ায় তুলকালাম কাণ্ড!

[আরও পড়ুন: বলি তারকাখচিত ‘রকি রানি’র প্রিমিয়ার, ‘বাঙালির আত্মাভিমান’ ভুলতে না পেরে কী কাণ্ড ঘটান টোটা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement