Advertisement
Advertisement
Ankush Hazra Oindrila Sen

টলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই, শীঘ্রই চার হাত এক হবে অঙ্কুশ-ঐন্দ্রিলার!

দীর্ঘদিনের সম্পর্ক অঙ্কুশ ও ঐন্দ্রিলার।

Tollywood actor Ankush Hazra and Oindrila Sen may be tied knot in next year ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 29, 2020 6:15 pm
  • Updated:November 29, 2020 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই অবিবাহিত তকমা ঘুচেছে অনির্বাণের (Anirban Bhattacharya)। দীর্ঘদিনের বান্ধবী মধুরিমার সঙ্গে চার হাত এক হয়েছে তাঁর। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি।

Anirban Bhattacharya

Advertisement

আর পাঁচজনের মতো ‘খোকা’ এবং তাঁর স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা অঙ্কুশ (Ankush Hazra)। আর তার টুইট নিয়েই ফের টলিউডে শুরু হয়েছে গুঞ্জন। তবে কী খুব শীঘ্রই ঐন্দ্রিলাকে বিয়ে করতে চলেছেন অঙ্কুশ, উঠছে প্রশ্ন।

Ankush

অভিনন্দন জানিয়ে অঙ্কুশ টুইট শুরু করেছেন। তবে তার পরের লাইনেই রয়েছে চমক। কারণ অঙ্কুশ লিখেছেন, “তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।”

[আরও পড়ুন: ইসলাম ধর্ম গ্রহণে চাপ দেওয়া হয়েছিল! বিস্ফোরক অভিযোগ প্রয়াত ওয়াজিদ খানের স্ত্রীর]

অঙ্কুশ-ঐন্দ্রিলার (Oindrila Sen) প্রেম দীর্ঘদিনের। তাঁদের সম্পর্কের কথা অজানা নয় টলিপাড়ায়। কারণ তা লুকিয়ে রাখার প্রবণতা নেই দুই তারকার। তবে বর্তমানে সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে একটাই প্রশ্ন কবে সম্পর্কের নাম বদল হবে? প্রেমিক-প্রেমিকা থেকে দম্পতি কবে হবেন তাঁরা?

Oindrila with Ankush

শোনা যাচ্ছে নাকি মনস্থির করে ফেলেছেন অঙ্কুশ। আগামী বছরের প্রথম দিকেই সাতপাকে বাঁধা পড়তে পারেন দু’জনে। কারণ, ২০২১ সালে তাঁদের মোট চারটি ছবি মুক্তি পাচ্ছে। তার উপর দু’জনই জিম এবং অভিনয়ের ক্লাস করতে যান একই সঙ্গে। দূরে থাকলে তাতেও সমস্যা হচ্ছে।

Ankush

কাজের সুবিধার জন্য এবার বিয়ের কথা ভাবছেন অভিনেতা। আয়োজন সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই পরিবারের সঙ্গে কথাবার্তার পরই সেসব পরিকল্পনা হবে বলেই শোনা গিয়েছে। চলতি বছর মোটেও ভাল যাচ্ছে না কারও। অতিমারীর দাপটে যেন বদলে গিয়েছে চেনা পৃথিবী। আগামী বছরে চোখ জুড়নো যুগলের বিয়ের ফুল ফুটতে চলার গুঞ্জনে খুশি প্রায় সকলেই।

Ankush with Oindrila

[আরও পড়ুন: মাদককাণ্ডে নাম জড়িয়ে আরও বিপাকে ভারতী সিং, বাদ পড়ছেন কপিল শর্মার শো থেকে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement