Advertisement
Advertisement

Breaking News

Abir Chatterjee

যিশুর জুতোয় পা গলিয়ে ‘সারেগামাপা’র সঞ্চালক এবার আবির, সারলেন প্রোমো শুট

এবার কি তাহলে যিশুর 'সুপার সিঙ্গার' বনাম আবিরের 'সারেগামাপা'?

Tollywood actor Abir Chatterjee to host Saregamapa music show
Published by: Suparna Majumder
  • Posted:August 18, 2020 6:54 pm
  • Updated:August 18, 2020 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনের অভিনয় জীবনের শুরুর দিকে টেলিভিশনের অবদান রয়েছে। আবার দু’জনেই ব্যোমকেশ হিসেবে বড়পর্দায় অবতীর্ণ হয়েছেন। তুলনা তখনও হয়েছে, তুলনা এখনও দর্শকদের মনে কোণে উঁকি দিতেই পারে। কারণ, যিশু সেনগুপ্তর বদলে এবার রিয়ালিটি শো ‘সারেগামাপা’র সঞ্চালকের দায়িত্ব সামলাবেন আবির চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রোমো শুটের মুহূর্ত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#KeepingFingersCrossed #LightsCameraAction

Advertisement

A post shared by Abir Chatterjee (@itsmeabirchatterjee) on

[আরও পড়ুন: মদ্যপ অবস্থায় ‘শ্লীলতাহানি’ করেছিল সুশান্তের দিদি প্রিয়াঙ্কা! বিস্ফোরক রিয়ার আইনজীবী]

এতদিন নিজের চঞ্চল স্বভাবে ‘সারেগামাপা’র মঞ্চ মাতিয়ে রাখতেন যিশু সেনগুপ্ত। কখনও প্রতিযোগীদের সঙ্গে মিলে মঞ্চ পরিষ্কার করতেন, কখনও শুটিংয়ের অবসরে বিচারক শান্তনু মৈত্রর সঙ্গে বল নিয়ে ক্রিকেট খেলতেন, আবার মঞ্চে আনমনে পছন্দের ড্রাম নিয়ে বসে পড়তেন। এই সমস্ত দৃশ্য এখন অতীত হতে চলেছে। যিশু সেনগুপ্তর জুতোয় এবার পা গলিয়েছেন আবির চট্টোপাধ্যায়। টেলিভিশনের মাধ্যমে ক্যামেরার সামনে শুরু হলেও ‘সারেগামাপা’-ই আবিরের প্রথম নন-ফিকশন শো। সেই উচ্ছ্বাস ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন অভিনেতা। পাশাপাশি বহুদিন পর শুটিং ফ্লোরে ফেরার উন্মাদনাও চেপে রাখেননি। প্রোমো শুটিং শেষ করার পর আগামী মাসে শুট শুরু করতে মুখিয়ে রয়েছেন অভিনেতা।

[আরও পড়ুন: এবার মেগা বাজেটের রামায়ণে ‘আদিপুরুষ’ প্রভাস, প্রকাশ্যে ফার্স্ট লুক]

গত সিজনেও জি বাংলার জন্য ‘সারেগামাপা’র সঞ্চালনা করেছিলেন যিশু সেনগুপ্ত। তারপর স্টার জলসার গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর সঞ্চালনা করেন যিশু। সেই কারণেই কি ‘সারেগামাপা’র নতুন মরশুমে সঞ্চালক হিসেবে আবিরের আগমন? প্রশ্ন বিভিন্ন মহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement