সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়। সোমবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। আবির চট্টোপাধ্যায়ের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হলেও, অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে তেমন কোনও দুশ্চিন্তার কারণ নেই।
অভিনেতার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, আবিরের (Abir Chatterjee) গায়ে জ্বর ছিল। এরপর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে রক্ত পরীক্ষা করাতে বলেন চিকিৎসক। রক্ত পরীক্ষায় ধরা পড়ে অভিনেতা ডেঙ্গু আক্রান্ত। আপাতত, বাড়িতেই রয়েছেন আবির। চিকিৎসকের কথায়, প্রায় একসপ্তাহ মতো আবিরকে বিশ্রামে থাকতে হবে। দুশ্চিন্তার কোনও কারণ নেই।
একের পর এক ছবি নিয়ে ব্যস্ত আবির। হাতে তাঁর বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজও রয়েছে। পুজোর সময় নানা সংস্থার হয়ে স্পেশ্যাল ফটোশুটেও দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে, পুজোর বক্স অফিস এবার নিজের হাতের মুঠোয় রেখে দিয়েছিলেন আবির। আবির অভিনীত ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ছবিটি বক্স অফিসে দারুণ হিট। ‘সোনাদা’ চরিত্রে প্রতিবারের মতো এবারও আবির মন জিতে নিয়েছিল সবার। অভিনেতার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরবেন আবির।
View this post on Instagram
অন্যদিকে গত সপ্তাহেই খবরে আসে , বলিউডের দাবাং খান সলমনও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঘরবন্দি। চিকিৎসকের কথায়, তিনিও রয়েছেন বিশ্রামে। সলমনের জায়গায় ‘বিগ বস’ শো সঞ্চালন করছেন করণ জোহর।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.