Advertisement
Advertisement

Breaking News

ঋষি কাপুর

ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া, টুইটে শ্রদ্ধাজ্ঞাপন তারকাদের

নক্ষত্রপতন মানতে পারছেন না সেলেব থেকে অনুরাগী কেউই।

Tolly celebs tweets on Rishi Kapoor's death
Published by: Sayani Sen
  • Posted:April 30, 2020 6:40 pm
  • Updated:April 30, 2020 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারের সঙ্গে প্রায় দু’বছরের লড়াইয়ে ইতি। জীবনযুদ্ধে হার মানলেন প্রিন্স চার্মিং ঋষি কাপুর। ইরফান খানের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরও এক নক্ষত্রপতন মানতে পারছেন না সেলেব থেকে অনুরাগী কেউই। চোখের জলে বর্ষীয়ান অভিনেতাকে বিদায় জানিয়েছেন বলি তারকারা। টুইটে শোকজ্ঞাপন করেছেন টলি তারকারাও।

ঋষি কাপুরের মৃত্যুর কথা শোনামাত্রই টুইটে তাঁকে শেষশ্রদ্ধা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি লেখেন, ঋষি কাপুরের মৃত্যুতে একটা যুগের অবসান হল। তবে তাঁর কাজ অমর। আজীবন দর্শকদের মনে বেঁচে থাকবেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করি।

Advertisement

‘কিশোরী বেলার ক্রাশের’ মৃত্যুতে গভীরভাবে শোকাহত প্রসেনজিৎ ঘরনি অর্পিতা চট্টোপাধ্যায়। টুইটে ঋষি কাপুরকে শ্রদ্ধা জানান তিনি।

ঋষি কাপুরের সঙ্গে প্রথম সাক্ষাতের মুহূর্তের কথা উল্লেখ করে টুইট করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনাও জানান।

আত্মার শান্তিকামনা করে টুইট করেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।

দুঃসংবাদ শোনার পর থেকে গভীরভাবে শোকাহত বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। তাঁর আত্মার শান্তি কামনা করেন তিনি।

[আরও পড়ুন: পঞ্চভূতে বিলীন ঋষি কাপুর, মুম্বইয়ের চন্দনওয়ারি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করলেন ছেলে রণবীর]

বহু মানুষকে আনন্দ দিয়ে চলে গেলেন ঋষি কাপুর, টুইটে শোকপ্রকাশ অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের।

এই সময়টাই হয়তো ভাল যাচ্ছে না। ঋষি কাপুরের মৃত্যুতে টুইটে শোকজ্ঞাপনের পাশাপাশি আশঙ্কাও প্রকাশ করেছেন পরমব্রত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement