Advertisement
Advertisement

বক্স অফিসে সফল ‘টয়লেট এক প্রেম কথা’, সমালোচকদের কী জবাব অক্ষয়ের?

অক্ষয়ের উত্তরটা কিন্তু নায়কোচিত।

Toilet-ek-prem-katha-box-office-collection-races-towards-rs-100-crore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2017 2:52 pm
  • Updated:October 27, 2020 8:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরটায় বেশ মন্দা যাচ্ছে বলিউডের। এককথায় বলতে গেলে যেন খরা লেগেছে বক্স অফিসে। ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’ ছাড়া সেই অর্থে কোন ছবিই ব্যবসায়িক সাফল্য পায়নি এখনও পর্যন্ত। সেই খরা কিছুটা হলেও কাটাতে চলেছে অক্ষয় কুমারের ‘টয়লেট এক প্রেম কথা’। সিনে বিশেষজ্ঞদের মতে এই ছবিই কিছুটা জোয়ার এনেছে বক্স অফিসে। দর্শক কী পছন্দ করবে, কোন গল্প  দর্শককে হলে টেনে আনবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেও কিছুই করে উঠতে পারছিলেন না বি-টাউনের ধারক বাহক সুপারস্টারেরা। ‘টিউবলাইট’ থেকে ‘যব হ্যারি মেট সেজল’ সবাই এককথায় ব্যর্থ। এবার হাল ধরতে এগিয়ে এলেন অক্ষয়। পাঁচ দিনে ‘টয়লেট এক প্রেম কথা’-র বক্স অফিস কালেকশন প্রায় ৮৪ কোটি টাকা।

Advertisement

[হ্যাকার হানায় নগ্ন ছবি ছড়িয়ে পড়ল এই অভিনেত্রীর]

আপাতত নিজের পরবর্তী ছবির শুটিংয়ে ইংল্যান্ডে ব্যস্ত অক্ষয় কুমার। কিন্তু তারই মাঝে নিজের ছবির সাফল্যের জন্য ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি। স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ধন্যবাদ জানালেন দর্শকদের, যাঁদের জন্য সাফল্যের মুখ দেখেছে ‘টয়লেট এক প্রেম কথা’। তবে শুধু যাঁরা ভাল বলেছেন তাঁদেরই নয়, যাঁরা ছবির সমালোচনা করেছেন তাঁদেরও ধন্যবাদ জানান অক্কি। ছবির মাধ্যমে এক বার্তা দিতে চেয়েছেন তিনি-সহ ছবির গোটা টিম। স্বচ্ছ ভারত অভিযানের এক বিশেষ অংশ দেশের সর্বত্র প্রত্যেক বাড়িতে শৌচালয় গড়ে তোলা। শৌচালয়ের সেই সমস্যা নিয়েই ছবির চিত্রনাট্য। যাঁরা এই ছবিকে নিয়ে অক্ষয়কে সরকারের তাঁবেদার বলে অভিযোগ এনেছেন, তাঁদেরকেও ধন্যবাদ জানিয়েছেন খিলাড়ি। তবে ব্যবসায়িক সাফল্যের থেকে তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অন্য একটি বিষয়। তা হল, আট মাস আগে দেশের প্রায় ৫৪ শতাংশ বাড়িতে শৌচালয় ছিল না, এখন সেই পরিসংখ্যান এসে দাঁড়িয়েছে ৩৪ শতাংশে। ছবি মুক্তি পাওয়ার পরও এই বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচার করে যাবেন বলে জানান অক্ষয়। তাঁর স্বপ্ন একদিন ভারতের সব বাড়িতে শৌচালয় থাকবে। আর সেটাই হবে তাঁর সাফল্য। তাই যাঁরা তালি দিয়েছেন আর যাঁরা গালি, সবাইকেই ধন্যবাদ জ্ঞাপন করলেন অক্ষয়। এমনকী প্রতিটি রাজ্যের সরকারকেও অভিনন্দন জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন তাঁর কাছের বন্ধু হৃতিক রোশনকে। কেন সেই ধন্যবাদ, তা জানতে হলে অবশ্য ছবি দেখতে হবে বলে জানান অভিনেতা।

শুধুমাত্র ১৫ আগষ্ট এই ছবির বক্স অফিস কালেকশন ১৯ কোটি টাকা।খুব শীঘ্রই এই ছবি যে একশো কেটির ক্লাবে নাম লেখাবে তা বলাই বাহুল্য। তবে এখানেই শেষ নয়, স্বাধীনতা দিবসে আরও একটি ভিডিও পোস্ট করেন অক্কি। যেখানে ইংল্যান্ডে শুটিংয়ের ফাঁকে অন্য মুডে ধরা দিলেন খিলাড়ি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement