Advertisement
Advertisement

Breaking News

ছবি

মিমির পর নুসরত, ভোটের ব্যস্ততায় ছবির প্রস্তাব ফেরালেন তারকা প্রার্থী

নুসরতের পরিবর্তে কাকে বাছলেন পরিচালক?

TMC's Nusrat Jahan says no to new venture to fight polls
Published by: Sayani Sen
  • Posted:March 23, 2019 5:12 pm
  • Updated:March 23, 2019 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের দক্ষতায় অভিনয়ের জগতে জায়গা করে নিয়েছেন নুসরত৷ সদ্যই পা রেখেছেন কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে৷ নাম লিখিয়েছেন রাজনীতিতে৷ কাঁধে এসেছে তৃণমূলের হয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে ভোটযুদ্ধে লড়াইয়ের গুরুদায়িত্ব৷ আর সেই দায়িত্ব পালনে খামতি রাখা নাপসন্দ তারকা প্রার্থীর৷ তাই আপাতত কোনও ছবি করবেন না বলেই সিদ্ধান্ত নিলেন নুসরত৷ 

[বিদ্যা নয়, জয়ললিতার বায়োপিকে মূখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে]

ত্রিদিব রমন পরিচালিত ‘উড়ান’ ছবিতে কাজ করার কথা চলছিল নুসরতের৷ কিন্তু তারই মাঝে নির্বাচন কমিশনের ঘোষণার মাধ্যমেই দেশজুড়ে বেজে উঠেছে ভোটের দামামা৷ তার দিনকয়েক পরই জানা যায় রাজনীতিতে পা রাখছেন নুসরত৷ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তিনি৷ আপাতত ভোটপ্রচারে বেজায় ব্যস্ত অভিনেত্রী৷ এমতাবস্থায় নাওয়া খাওয়ারও সময় পাচ্ছেন না তারকা প্রার্থী৷ সিনেমার শুটিং তো দূর অস্ত৷ তাই ত্রিদিবের সঙ্গে ‘উড়ান’ ছবিতে কাজ করবেন না বলেই সিদ্ধান্ত নিলেন নুসরত৷ কিন্তু এখন প্রশ্ন একটাই, নুসরতের পরিবর্তে কে কাজ করছেন এই ছবিতে? শোনা যাচ্ছে, এই ছবিতে নুসরতের পরিবর্তে কাজ করছেন শ্রাবন্তী৷ পরিচালক জানান, ‘‘সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ এপ্রিল থেকেই শুরু হবে শুটিং৷ এই ছবিতে ডিওপি হিসাবে কাজ করছেন অরবিন্দ কে৷ মুম্বই থেকে এসে এ রাজ্যে বেশিদিন সময় দিতে পারবেন না তিনি৷ তাই যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হবে ছবির কাজ৷’’

Advertisement

[মোদির বায়োপিকে ‘গীতিকার’! ক্রেডিটে নাম দেখে অবাক জাভেদ আখতার]

যদিও টলিপাড়ার অন্দরে কান পাতলেই কয়েকদিন আগে শোনা যাচ্ছিল, রাজনীতিতে নাকি নাম লেখাতে চলেছেন শ্রাবন্তী৷ গেরুয়া শিবিরের হয়ে ভোটযুদ্ধেও লড়তে পারেন তিনি৷ যদিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সেই জল্পনার আঁচে জল ঢালেন অভিনেত্রী স্বয়ং৷ রাজনীতি নয় আপাতত ‘উড়ান’ ছবিতে নিজের সেরাটা উজাড় করে দেওয়াই তাঁর লক্ষ্য বলে জানান শ্রাবন্তী৷ একটি নিম্নবিত্ত পরিবারের মেয়ের এগিয়ে যাওয়ার গল্প ‘উড়ান’৷ এই চরিত্রও তাঁর খুবই পছন্দ হয়েছে বলেও জানান অভিনেত্রী৷ এদিকে, এই ছবিতে প্রথমবার শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধছেন সাহেব ভট্টাচার্য৷ প্রথমবার শ্রাবন্তীর সঙ্গে অভিনয়ের কথা ভেবে বেশ উত্তেজিত সাহেব৷ এছাড়া ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুব্রত দত্তকে৷ শ্রাবন্তী-সাহেবের ‘উড়ান’ দর্শকের মন কতটা দখল করতে পারে, সেটাই এখন দেখার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement