Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

‘আমাকেও কটূক্তি করতে ছাড়ে না বিজেপি’, দাসপুরে প্রচার সভায় অভিযোগ নুসরতের

'বিজেপি নেতাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না', কটাক্ষ তৃণমূল সাংসদের।

TMC MP Nusrat Jahan Campaigning for TMC Candidate Mamata Bhunia at Daspur | Sangbad Pratidin

ছবি - প্রতীকী

Published by: Suparna Majumder
  • Posted:March 19, 2021 11:32 am
  • Updated:March 19, 2021 12:01 pm  

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: “যে মুখ্যমন্ত্রীর আমলে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত সেই মহিলাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবেন না আপনারা?” বক্তার এহেন প্রশ্নের উত্তরে দর্শকাসনে বসা মহিলারা হাত তুলে সমস্বরে জানিয়ে দিলেন ‘হ্যাঁ, চাই’। বক্তা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। বৃহস্পতিবার দাসপুরের (Daspur) ভূতা হাটতলা ময়দানে দাসপুরের তৃণমূল প্রার্থী (TMC Candidate) মমতা ভুঁইয়ার সমর্থনে প্রচারে এসেছিলেন তিনি। সেই প্রচারসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আহ্বান জানালেন বসিরহাটের সাংসদ (TMC MP)।

এদিন বক্তৃতায় রাজ্যে নারী সুরক্ষার (Women Security) উপর জোর দেন নুসরত। তিনি বলেন, “গত ১০ বছরে আমাদের রাজ্যে দিদির মুখ্যমন্ত্রীত্বে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত। যা বিজেপি (BJP) শাসিত রাজ্যে কল্পনার বাইরে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলারা মোটেই সুরক্ষিত নয়। তার প্রমাণ আপনারা পেয়েছেন উত্তরপ্রদেশের হাথরসে (Hathras case)।” এরপরই ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘সবুজসাথী’ প্রভৃতি প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূল সাংসদ বলেন, “নারীদের জন্য এমন প্রকল্প দেশের অন্য কোনও রাজ্যে নেই। এর ফলে আমাদের রাজ্যে মেয়েদের কম বয়সে বিয়ের প্রবণতা অনেক কমেছে। বিজেপি নেতাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না। ওরা মহিলাদের সম্মান দিতে জানে না। ওঁদের কথায় মোটেই বিশ্বাস করবেন না। ওরা মহিলাদের কটূক্তি করে। এমনকী আমাকেও বাদ দেয় না।”

Advertisement

[আরও পড়ুন: ভবানীপুরে রুদ্রনীল, হেভিওয়েট পার্থর বিরুদ্ধে শ্রাবন্তী, বিজেপির প্রার্থী তালিকায় তারকা সমাগম ]

বেলা সাড়ে ১২টা নাগাদ দাসপুরের ফরিদপুর মাঠে নামে নুসরতের হেলিকপ্টার। তারপর সড়কপথে ভূতা গ্রামে যান তারকা সাংসদ। ব্লক তৃণমূল যুব সভাপতি সৌমিত্র সিংহরায়ের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। ভূতা গ্রাম সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। তারকাকে দেখতে প্রচুর ভিড় জমে যায়। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১০ মিনিটের ভাষণে মন জয় করে নেন নুসরত। মঞ্চে ছিলেন তৃণমূল প্রার্থী মমতা ভুঁইয়া, তৃণমূল নেতা সুনীল ভৌমিক, অরুণ মুখোপাধ্যায়রা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

[আরও পড়ুন: ‘রাম ভক্তদের শাপে’ই অসুস্থ শ্রীলেখা, ব্যঙ্গ করতে ছাড়লেন না বিরোধীদের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement