Advertisement
Advertisement

Breaking News

মিমি চক্রবর্তী

দলের কর্মীদের সঙ্গে চুটিয়ে ক্যারম খেললেন মিমি, দেখুন ভিডিও

জনসংযোগে বরাবরই সাবলীল সাংসদ-অভিনেত্রী।

TMC MP Mimi Chakraborty playing carom with party members
Published by: Subhamay Mandal
  • Posted:December 21, 2019 8:07 pm
  • Updated:December 21, 2019 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনে প্রথমবার রাজনীতিতে পা রেখে বাজিমাত করেছেন। রুপোলি পর্দার অভিনেত্রী মিমি চক্রবর্তী সবাইকে তাক লাগিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে সংসদেও পা রেখেছেন। অভিনয়ের পাশাপাশি জনসংযোগেও সমান মনোযোগী তিনি। তা নিজের এলাকার সমস্যা নিয়ে মেয়রের কাছে দরবার করাই হোক বা বুলবুল বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলিতে তদারকি করাই হোক, সবেতেই সাবলীলভাবে নিজেকে যুক্ত রেখেছেন মিমি। তবে মাঝেমধ্যে দলীয় কর্মসূচির বাইরেও তৃণমূল কর্মীদের সঙ্গে হালকা মেজাজে দেখা গিয়েছে তাঁকে। তেমনই এক আড্ডায় দলীয় কর্মীদের সঙ্গে চুটিয়ে ক্যারম খেললেন সাংসদ। সেই ভিডিও নিজের ফেসবুক পেজেও পোস্ট করেছেন মিমি।

সম্প্রতি দলীয় কর্মসূচি সেরে ফেরার আগে তৃণমূল কার্যালয়ে কর্মীদের সঙ্গে আড্ডার মেজাজে ছিলেন মিমি। তারপর ক্যারম বোর্ডে হাত পাকাতে লেগে পড়েন তিনি। খেলার মাঝখানেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোন করে সেখানে আসার জন্য জোরাজুরিও করেন মিমি। গোটা পর্বের ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন সাংসদ-অভিনেত্রী। কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর ও সোনারপুর পৌরসভার বুলবুল বিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেন যাদবপুরের তৃণমূল সাংসদ।

Advertisement

[আরও পড়ুন: অভিনয়ের আলোতেই ‘সাঁঝবাতি’ জ্বালালেন দেব-সৌমিত্র]

উল্লেখ্য, দলের সুপ্রিমোকে অনুসরণ করে অসহায় পরিবারগুলির পাশে থাকতে বুবুল বিধ্বস্ত পরিবারের মাঝে পৌঁছে যান তৃণমূলের তারকা সাংসদ। রাজপুর ও সোনারপুর পৌরসভা এলাকায় গিয়ে নিজে হাতে ত্রাণ তুলে দেন মিমি। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দুর্গতদের পাশে দাঁড়ানোর আরজিও জানান সেইসময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement