Advertisement
Advertisement
Dev campaigning

‘ওঁদের রাজ্যে গিয়ে দেখুন মা-বোনেদের কী অবস্থা’, বাঁকুড়ার প্রচারমঞ্চে আক্রমণাত্মক দেব

খেলা হবে স্লোগানও শোনা গেল তারকা সাংসদের মুখে। দেখুন ভিডিও।

TMC MP Dev campaigning for TMC Candidate Jyostna Mandi at Bankura's Ranibandh ahead of WB Election | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 19, 2021 2:13 pm
  • Updated:March 24, 2021 7:24 pm  

দেবব্রত দাস, খাতড়া: “আমাদের রাজ্যে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত। ওঁদের রাজ্যে গিয়ে দেখুন মা-বোনেদের কী অবস্থা।” বাইরের রাজ্য থেকে প্রচারে আসা রাজনীতিবিদদের এভাবেই বিঁধলেন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কিছুদিন পর থেকেই জেলায় জেলায় প্রচারে বেরিয়ে পড়েছেন ঘাটালের সাংসদ (TMC MP)। বাঁকুড়ার রানিবাঁধের তৃণমূল প্রার্থী (TMC Candidate) জ্যোৎস্না মাণ্ডির হয়ে ভোট চান তিনি। সেই বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেন।

নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা করেন দেব। করোনা (Corona Virus) কালে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কাজ করেছেন সেই ব্যখ্যা দেন। বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের কথাও বলেন। এরপরই বলেন, “খেলাটা অন্যরকম চলছে। আজকে খেলা হচ্ছে ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলিম, তা ভাগ করে।” তা হতে দেওয়া যাবে না বলেই জানান তৃণমূলের তারকা সাংসদ।

Advertisement

[আরও পড়ুন: ‘ইংরাজি উচ্চারণ খুব খারাপ’, ট্রোলের জবাব বাংলাতেই দিলেন ‘জুন আন্টি’ ঊষসী ]

এরপরই ‘খেলা হবে’ স্লোগানের প্রসঙ্গে তোলেন দেব। জানান, এখন অনেকেই এই স্লোগান দিচ্ছেন। তিনি বিশেষ রাজনীতি বোঝেন না। তবে যেটুকু বোঝেন, সেই বোঝাটুকু সম্বল করেই বলেন, “যাঁরা মানুষকে ভাল রাখবে, মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে সেই খেলা হবে। যাঁরা হিন্দু-মুসলিমকে ভাগ করে ভোট নেবে তাঁদের খেলা শেষ হবে। যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করবে, তাঁদের খেলা শেষ হবে। যারা মা-বোনেদের সুরক্ষিত রাখবে সেই খেলা হবে। বাংলার মানুষ যাতে ভাল থাকে, সুরক্ষিত থাকে সেই খেলা হবে।” এভাবে স্লোগান দেওয়ার পরই জ্যোৎস্না মাণ্ডির (Jyostna Mandi) জন্য ভোট চান তারকা সাংসদ।  ২৭ মার্চ জ্যোৎস্নাদেবীর জন্য জোড়াফুলে ভোট দেওয়ার আবেদন করেন দেব।

আরও কী কী বললেন তৃণমূলের তারকা সাংসদ? দেখুন ভিডিও।

[আরও পড়ুন: ভবানীপুরে রুদ্রনীল, হেভিওয়েট পার্থর বিরুদ্ধে শ্রাবন্তী, বিজেপির প্রার্থী তালিকায় তারকা সমাগম ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement