Advertisement
Advertisement

Breaking News

Madan Mitra

ওহ লাভলি! নেতা থেকে অভিনেতা মদন, সারলেন মিষ্টি পারিবারিক ছবির শুটিং

আর কে কে অভিনয় করছেন ছবিতে?

TMC MLA Madan Mitra turns actor in new Bengali movie | Sangbad Pratidin

ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

Published by: Suparna Majumder
  • Posted:May 17, 2023 4:17 pm
  • Updated:May 17, 2023 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতা থেকে অভিনেতা হয়ে দিব্যি ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন মদন মিত্র (Madan Mitra)। হরনাথ চক্রবর্তীর প্রযোজনায় টলিউডে পা রাখছেন তিনি। জামাইষষ্ঠীতেই মুক্তি পাচ্ছে নতুন এই সিনেমা। প্রোমোশনাল সংয়ের শুটিং সারলেন কামারহাটির বিধায়ক।

Madan-Shoot-2
ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

রাজনীতির মঞ্চে কামারহাটির ‘দামাল ছেলে’ নামেই জনপ্রিয় মদন মিত্র। তবে রাজনীতির বাইরে তাঁর বর্ণময় চরিত্রের জন্য আলাদা ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। ফেসবুকে আসেন, চুটিয়ে লাইভ করেন তিনি। ভক্তদের সঙ্গে নিয়মিত কথাও বলেন। দিন দিন সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভক্ত সংখ্যা বাড়ছে মদন মিত্রের, তাতে যে কোনও তারকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তিনি। অন্যান্য সব নেতাদের থেকে তাঁর আলাদা স্টাইলই তাঁকে সবার থেকে আলাদা করে রেখেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার বলিউডে পা রাখার সময় হল?’, শাহরুখের সঙ্গে দেখা করেই প্রশ্ন মার্কিন রাষ্ট্রদূতের]

রাজনীতির বাইরেও মদন মিত্র তারকা। ভাইরাল তাঁর ‘ওহ লাভলি’ সংলাপ। এই নামই নাকি দেওয়া হচ্ছে সিনেমার। যার ‘হি ইজ এ লাভলি ম্যান, অলসো এ গুড ম্যান’ গানের শুটিং সারলেন মদন মিত্র। তাও আবার ব়্যাপ সংয়ের ধাঁচে।

Madan-Shoot-3
ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে কথা বলতে গিয়ে মদন মিত্র জানান, ‘ওহ লাভলি’ কথাটি তাঁর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। আর এই সংলাপ নিয়েই তৈরি হচ্ছে মিষ্টি পারিবারিক ছবি। যাতে চালকলের মালিকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। কাহিনি অনুযায়ী, দুই চালকল মালিকের মধ্যে প্রবল রেষারেষি। একে অন্যের থেকে প্রতিশোধ নিতে তাঁরা নিজেদের ছেলে আর মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তা নিয়েই ঘটে নানা কাণ্ড। ছবিতে মদন মিত্র ছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় ও লাবণী সরকার।

[আরও পড়ুন: দু’ হাতে পিস্তল! ব্যোমকেশ-ফেলুদার খোলস ছাড়িয়ে রূদ্ধশ্বাস গোয়েন্দা ছবিতে আবির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement