রমেন দাস: ‘ছোটবেলায় ভাবতাম যদি দেবের (Dev) মতো স্বামী পেতাম…’, বাগদা উপনির্বাচনের প্রচার। রোদ, জল পেরিয়ে স্বামী প্রান্তিক চক্রবর্তীকে পাশে রেখেই স্মৃতিচারণে মজলেন দেবের ‘পাগলু’ ফ্যান! রাজন্যা হালদার (Rajanya Haldar), পাহাড়ি ইতিহাস নির্ভর সিনেমা, ‘বোবা মনে’র পর ফের ‘এ মন অকারণে’ প্রেমে পড়েছেন তিনি। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) সঙ্গে নতুন এক মিউজিক ভিডিওয় দেখা যাবে তাঁকে। আদ্যপান্ত প্রেমের এই গান গেয়েছেন বর্ণালী মুখোপাধ্যায়। পূবালী মিত্র, অর্ঘ্যজিৎ দত্তের পরিচালনায় বকখালি সমুদ্র সৈকতে শুটিং হয়েছে এই মিউজিক ভিডিওর।
কেমন ছিল সেই অভিজ্ঞতা? ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এ তৃণমূলের (TMCP) ছাত্রনেত্রী বলছেন, ”বাগদার নির্বাচনে দায়িত্ব ছিল। আমাদের দল জিতেছে। কিন্তু সেই দায়িত্ব সামলেই এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। প্রতিনিয়ত চেষ্টা করেছি আমাদের দর্শককে ভালো কিছু দেওয়ার। সহ-অভিনেতা সায়ক ভালো অভিনয় করেন। ওঁর সঙ্গে তাল মিলিয়ে চেষ্টা করেছি কিছু একটা ভাল জিনিস দর্শককে উপহার দেওয়ার।” প্রান্তিক চক্রবর্তীর (Prantik Chakraborty) পরিচালনায় একটি সিনেমার কাজ সম্পন্ন, সম্প্রতি মুক্তিও পেয়েছে ‘১৯৪৫-বিহাইন্ড দ্য মাউন্টেন’। গুঞ্জন, ফের একটি সিনেমায় কাজ শুরু করেছেন রাজন্যা। এ বিষয়ে ‘ভাইরাল’ তৃণমূল নেত্রী বলছেন, “হ্যাঁ, কাজ চলছে। বিভিন্ন রকমভাবে কাজের সঙ্গেই আছি। রাজনীতিও চলছে সমানতালে।”
যদিও রাজন্যার দলের ‘রাজনৈতিক নিন্দুক’রা বলছেন, দলে খুব একটা কাজ না পেয়েই বিনোদনে নজর দিয়েছেন তিনি! তবে সমালোচকদের কথায় খুব একটা পাত্তা দিতে নারাজ তিনি। রাজন্যা বলছেন, “আমাকে নিয়ে কিছু মানুষ জ্বলেপুড়ে শেষ হয়ে যান! তাঁদের সমালোচনা ছাড়া আর কোনও কাজ নেই আসলে। আমি দলটাও ঠিকঠাক করছি। বাগদা থেকে শুরু করে আজ পর্যন্ত। প্রতিমুহূর্তে দলের কর্মসূচি থাকে। সবকিছু সামলে নিজের ইচ্ছাপূরণের চেষ্টায় ব্রতী হয়েছি।”
ছোট থেকেই মধ্যমগ্রামের বউমা এবং সোনারপুরের মেয়ের গানের গলা ভালো। সঙ্গে অভিনয়েও হাত পাকিয়েছেন রাজন্যা হালদার। প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্রী বাংলা সিনেমায় কার সঙ্গে কাজ করতে চান? এই প্রশ্নে লাজুক রাজন্যার জবাব, “দলের মাননীয় সাংসদ, অভিনেতা দেবদাকে (Dev Adhikari) ছোট থেকেই দারুণ পছন্দ করি। আমাদের জেনারেশনের সব মেয়ে ছোটবেলায় হয়তো ভাবত এমন একটা স্বামী! দেবদার নাচ উফফ! আমি জিৎদা (Jeet) , বুম্বাদাকেও (Prosenjit Chatterjee) পছন্দ করি। ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty) অসাধারণ। সব মিলিয়ে যাঁরা সুযোগ দেবেন অবশ্যই কাজ করব।” নতুন কোনও সিনেমার প্রস্তাব? নেত্রীসুলভ ভঙ্গিমায় রাজন্যার কৌশলী জবাব, ”অপেক্ষা করুন। নতুন কিছু তো আসবেই আসবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.