Advertisement
Advertisement

Breaking News

Tiger Shroff

মোটরবাইকে কৃতি শ্যাননের স্টান্ট, মোশন পোস্টার দেখে মুগ্ধ দর্শক

পোস্টার সামনে আসতেই ভাইরাল।

Tiger Shroff introduces his leading lady in Ganapath | Sangbad Pratidin
Published by: Paromita Kamila
  • Posted:February 10, 2021 5:00 pm
  • Updated:February 10, 2021 6:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিকাশ বহেল পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘গণপথ’ ছবিতে টাইগার শ্রফের (Tiger Shroff ) মোশন পোস্টার ছবির হাইপ বাড়িয়ে দিয়েছে। তবে ছবিতে টাইগারের বিপরীতে কাকে দেখা যাবে অ্যাকশন দৃশ্যে, তা নিয়ে চলছিল জোর জল্পনা। অবশেষে পাওয়া গিয়েছে ‘হিরোপন্তি’র হিরোইনের খোঁজ। কৃতি শ্যানন (Kriti Sanon)। প্রকাশিত হয়েছে ছবির দ্বিতীয় মোশন পোস্টার। অ্যাকশনে ভরপুর ‘গণপথ’-এ কৃতিকে দেখা যাবে অন্য অবতারে।

 

Advertisement

 

২০১৪ সালে প্রথমবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন টাইগার শ্রফ-কৃতি শ্যানন। সাব্বির খান পরিচালিত ‘হিরোপন্তি’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল দুই তারকাকে। প্রথমবারেই নতুন এই জুটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। সেই জুটিকেই আবার ফিরিয়ে আনছেন পরিচালক বিকাশ বহেল (Vikas Bahl)।

 

[আরও পড়ুন: মিমি কি সিঙ্গল? কীভাবে কাটাবেন ভালবাসার দিনটি? অভিনেত্রী নিজেই জানালেন]

দুটি ভাগে মুক্তি পাবে গণপথ। মুম্বইয়ের আন্ডারগ্রাউন্ড বক্সিং এবং মিক্সিং মার্শাল আর্টসকে (MMA) ছবির ব্যাকগ্রাউন্ডে তুলে ধরতে চেয়েছেন পরিচালক। অসাধারণ অ্যাকশন দক্ষতার পরিচয় ‘বাগি’, ‘ওয়ার’-এর মতো ছবিতে আগেই দিয়েছেন টাইগার শ্রফ। তবে চেনা কাজের বাইরে চ্যালেঞ্জিং চরিত্রে কৃতি শ্যানন। টাইগারের পাশাপাশি তাঁকেও দেখা যাবে নানা অ্যাকশন সিকোয়েন্সে।

 

ছবি প্রযোজনায় রয়েছেন বাশু ভাগনানি ও জ্যাকি ভাগনানি। গণপত মুক্তি পাবে ২০২২-র শুরুর দিকে। প্রসঙ্গত, টাইগার শ্রফকে শেষ দেখা গেছে ‘বাগি থ্রি’তে। এবং কৃতি শ্যাননকে শেষ দেখা গিয়েছে ‘পানিপথ’ ছবিতে। ‘মিমি’ ও ‘বচ্চন পাণ্ডে’ও রয়েছে অভিনেত্রী কৃতি শ্যাননের হাতে।

[আরও পড়ুন: শরীর নিয়ে ‘কুকথা’ প্রিয়াঙ্কা চোপড়াকে! ভেঙে পড়েন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement