সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ফ্লপ তকমা ঘুচল সলমন খানের। অবশেষে বক্স অফিসে জমিয়ে চলল ভাইজানের দাবাংগিরি। দিওয়ালির রিলিজেই সলমনের কপাল খুলল। হ্য়াঁ, ‘টাইগার ৩’ সুপারহিট। বক্স অফিসের হিসেব বলছে গোটা দুনিয়ায় এই ছবি ৩০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে। ছবি মুক্তির ৫ দিনের মধ্য়ে দেশে টাইগারের ঝুলিতে ১৮৮ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই ছবি এখনও বেশ কিছু দিন রাজত্ব করবে।
বহুদিন পর সুপারহিটের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত সলমন। সূত্রের খবর, সলমন নাকি খুব শীঘ্রই মুম্বইয়ে বড়সড় পার্টি দিতে চলেছেন। পিঙ্কভিলাতে প্রকাশিত খবর অনুযায়ী, ‘টাইগার ৩’-এর সাফল্যে স্বাভাবিকভাবেই খুব খুশি সলমন। এমনকী, তিনি দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন এই ছবিকে ভালোবাসার জন্য। সলমনের কথায়, ”অ্য়াকশন হিরো হতে পেরে আমি গর্বিত। আর আমি সত্য়িই ভাগ্যবান, যে এই অবতার আপনাদের মনে জায়গা করে নিয়েছে। সাফল্য়ের স্বাদ পেতে বরাবরই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের অ্যাকশন ছবিতে। কারণ এই ধারার ছবিতে অভিনয় করা খুব একটা সহজ নয়। প্রত্য়েক অ্য়াকশন ছবিতেই দর্শকদের নতুন কিছু দিতে হয়। তাই ‘টাইগার ৩’-এর সাফল্য আমার কাছে হ্যাটট্রিকের মতো। শুধু তাই নয়, এই ছবির সাফল্য আমার খুব আবেগের জায়গা! এই সাফল্য খুব কাছের। ”
২০১২ সালে মুক্তি পায় ‘এক থা টাইগার’। ছবিটি বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। ব্যবসা করেছিল ৩৩৫ কোটি টাকার মতো। এই ছবি থেকে সলমনকে একেবারে নতুন অবতারে পেয়েছিল দর্শক। সঙ্গে ক্যাটরিনা ও সলমনের জমজমাট রসায়ন নজর কেড়েছিল। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি। এই ছবিটি বক্স অফিসে ব্যবসা করে ৫৫৬ কোটি টাকা। ২০২৩ সালে সলমনের সেই ‘টাইগার’ অবতারই সাফল্য এনে দিল ভাইজানকে। বলিউডের দাবাং খানের বক্তব্য যেন সেটাই স্পষ্ট করল।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শাহরুখের ‘জওয়ান’ ও ‘পাঠান’-এর বক্স অফিসের ফলাফল থেকে এখনও অনেকটা পিছিয়ে সলমনের ‘টাইগার ৩’। বিশ্বকাপের মরশুমে ‘টাইগার ৩’ মুক্তি পাওয়ায়, একটু হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে সলমনের এই ছবি। তাঁদের আশা, বিশ্বকাপ ফাইনালের পর আরও বাড়তে পারে ‘টাইগার ৩’-এর গর্জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.