Advertisement
Advertisement

Breaking News

Tiger 3 Box office Report Salman Khan fans burst firecrackers during screening in Malegaon| Sangbad Pratidin

হলের ভিতর ফাটল বাজি, দিওয়ালির বক্স অফিস কাঁপাতে পারলেন ‘টাইগার’ সলমন?

প্রথম দিনের বক্স অফিসে 'জওয়ান'-এর থেকে কি এগিয়ে 'টাইগার'?

Tiger 3 Box office Report Salman Khan fans burst firecrackers during screening in Malegaon
Published by: Akash Misra
  • Posted:November 13, 2023 10:48 am
  • Updated:November 13, 2023 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন ভক্তরা বহুদিন অপেক্ষায় ছিলেন ‘টাইগার ৩’ ছবির মুক্তির জন্য। অবশেষে দিওয়ালিতে রিলিজ হল সলমনের এই ছবি। দেশের বিভিন্ন কোণায় কাকভোর থেকেই শো পেয়েছিল ‘টাইগার ৩’। উত্তেজনার পারদকে মাথায় রেখে প্রত্যেক ১০ মিনিট অন্তর অন্তর ‘টাইগার ৩’-এর শো রেখেছিল নানা মাল্টিপ্লেক্স। কিন্তু আদৌ কি দিওয়ালির বক্স অফিস জমাতে পারলেন সলমন?

বক্স অফিসে হিসেব বলছে, দিওয়ালির বক্স অফিসে ৪৪ কোটির বেশি টাকা ঘরে তুলল ‘টাইগার ৩’। গোটা দেশে সাড়ে পাঁচহাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। আশা করা হচ্ছে, ফেস্টিভ্যালের রেশ যেহেতু এখনও রয়েছে, আগামী কয়েকদিন ভালই ব্যবসা করবে এই ছবি। তবে ছবি নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া নজরে এসেছে। কেউ বলছেন, ‘টাইগার ৩’ জমজমাট। আবার কেউ বলছেন, সলমনের এই ছবি একেবারেই পাতে দেওয়া যায় না।

Advertisement

[আরও পড়ুন: শতবর্ষে বড়মার পুজো, ব্যস্ত শিডিউলেও মায়ের টানে নৈহাটিতে হাজির শ্রাবন্তী-শ্রুতিরা]

অন্যদিকে, সোশাল মিডিয়ার হাত ধরে ভাইরাল হচ্ছে দেশের নানা কোণার সিনেমা হলের ছবি ও ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সলমন ভক্তদের উল্লাস। ‘টাইগার ৩’-এর গানের সঙ্গে কেউ নাচছেন, আবার কোথাও কোথাও হলের ভিতরে ফাটছে বাজি। ভক্তদের উল্লাস কি বক্স অফিসে লক্ষ্মী আনতে পারবে? আপাতত, তা বলবে সময়। 

[আরও পড়ুন: ‘টাইগার ৩’তে প্রাক্তন সলমনের সঙ্গে রোম্যান্সে মশগুল স্ত্রী ক্যাটরিনা! কী বললেন ভিকি কৌশল?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement