Advertisement
Advertisement
Abhishek Bachchan

‘সরি’ বলতে চান অভিষেক বচ্চন, কাকে এত দুঃখ দিলেন?

ভিডিও শেয়ার করেই মনের কথা জানালেন অভিনেতা।

This why Abhishek Bachchan said 'I Want To Talk', see trailer
Published by: Suparna Majumder
  • Posted:November 5, 2024 12:26 pm
  • Updated:November 5, 2024 12:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচ্চন পরিবারে অশান্তির জল্পনা নতুন নয়। অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের টানাপোড়েন নিয়েও নানা রটনা রটে চলেছে। এমন পরিস্থিতিতেই ‘সরি’ বলতে চান জুনিয়র বচ্চন। কিন্তু কাকে এত দুঃখ দিলেন অমিতাভপুত্র? তা সুজিত সরকারের নতুন সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’ দেখলেই বোঝা যাবে।

‘সর্দার উধম’-এর পর আবারও পরিচালকের ভূমিকায় সুজিত সরকার। আর এই ভূমিকায় তিনি বরাবর জীবনের ভিন্ন দিক ক্যামেরার সামনে তুলে ধরতে ভালোবাসেন। ছবিতে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। দুই কন্যাসন্তানের বাবা অর্জুন জীবনের এমন এক পর্যায়ে যেখানে সে শারীরিকভাবে অসুস্থ। আর এই অসুস্থতা তাঁর জীবন দেখার দৃষ্টিভঙ্গী পালটে দেয়। যাঁদের প্রতি অর্জুন অন্যায় করেছেন, তাঁদের কাছে গিয়ে এখন সে ক্ষমা চাইতে চায়।

Advertisement

ট্রেলারের প্রথম দৃশ্যেই যেন ‘পিকু’র স্মৃতি ফিরল। যেখানে অভিষেকের অনস্ক্রিন মেয়ে তাঁকে ‘এক্সট্রার্ডিনারি’ বলা শেখাচ্ছে। বাঙালিয়ানা এই ছবিতেও বজায় থাকবে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। অভিষেক ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন অহল্যা বামরো, জনি লিভার, পার্ল দে, ক্রিস্টিন গড্ডার্ড।

এর আগে ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার টিজারে অভিষেকের কণ্ঠে শোনা গিয়েছিল, “আমি শুধু কথা বলতেই ভালোবাসি না, বরং কথা বলার জন্যই বেঁচে আছি। জীবিত অথবা মৃতদের মধ্যে আমি শুধু একটি পার্থক্যই দেখতে পাই। জীবিতরা কথা বলতে পারেন আর মৃতরা সেটা পারেন না।” কেন এমন সংলাপ? তা আগামী ২২ নভেম্বর জানা যাবে। সেদিনই সিনেমা হলে মুক্তি পাবে ‘আই ওয়ান্ট টু টক’।  শোনা যায়, এই ছবির জন্য অভিষককে শারীরিক গঠনের পরিবর্তনও করতে হয়েছে। ওজন বাড়িয়েছিলেন তারকা। 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement