সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) মাটিতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ২৬/১১-র চক্রীরা। প্রতিবেশী দেশে দাঁড়িয়েই এই অভিযোগ তুলেছেন বিখ্যাত গীতিকার, কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার (Javed Akhtar)। ভাইরাল হয়েছে সেই ভিডিও। জাভেদের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন খোদ কঙ্গনা রানাওয়াতও। যদিও এমন মন্তব্যে বেজায় চটেছেন একাধিক পাকিস্তানি তারকারা। তাঁদের বক্তব্য, ‘ঘরে’ ঢুকে অসম্মান করেছেন জাভেদ। তাঁকে নিয়েই হইচই হবে কেন!
সম্প্রতি লাহোরে একটি সাহিত্য সমাবেশে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান জাভেদ। ওই অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, ”আপনি তো অনেক বার পাকিস্তানে এসেছেন। এখান থেকে ফিরে গিয়ে কি আপনি আপনার লোকদের বলেন না যে এখানকার লোকেরা ভাল। তারা আপনাদের উপরে বোমা না ছুঁড়ে ফুলের মালা আর ভালবাসা নিয়ে স্বাগত জানান?” জাভেদের উত্তর ছিল, ”আমাদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা উচিত নয়। এতে কোনও সমাধান হবে না। পরিস্থিতি খুবই উত্তেজক। এটা কমানো দরকার। আমরা মুম্বইয়ের বাসিন্দা। দেখেছি আমাদের শহরের উপরে কী ধরনের হামলা হয়েছিল। ওরা (জঙ্গিরা) কিন্তু নরওয়ে বা ইজিপ্ট থেকে আসেনি। ওরা এখনও আপনাদের দেশে খুল্লমখুল্লা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ভারতীয়দের মনে যদি ক্রোধ থেকে থাকে, আপনারা তাঁদের দায়ী করতে পারেন না।”
জাভেদের এমন বক্তব্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাকিস্তানের একটি শহরে দাঁড়িয়ে সেদেশের নাগরিকদের সামনে সাহসী মন্তব্যকে কুর্নিশ জানাচ্ছেন ভারতীয়রা। দেশে ফিরে জাভেদ দাবি করেন, “আমার মন্তব্য পাকিস্তানেও সমাদৃত হয়েছে। পাক নাগরিকরা হাততালি দিয়ে আমাকে সমর্থন করেছেন।” প্রকৃত প্রস্তাবেই বিতর্কিত মন্তব্যের পরেও পাকিস্তানে আরও একটি অনুষ্ঠানে জাভেদকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতেই চটেছে সাবুর আলি, শান শাহিদ, আনুশে আশরাফের মতো পাকিস্তানের তারকারা অভিনেতারা। তাঁদের বক্তব্য, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে অপমান করেছেন জাভেদ। তারপরেও যাঁরা স্বাগত জানাচ্ছেন ওঁকে, তাঁদের আত্মসম্মান বলে কিছু নেই।
অভিনেত্রী সাবুর আলি একাধিক ইন্সটাগ্রাম স্টোরিতে জাভেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তাঁর কথায়, “কেউ আমার বাড়িতে ঢুকে আমাকে অপমান করছে আর আমরা আনন্দে মাতোয়ারা, তাঁর পায়ের কাছে বসে হাততালি দিচ্ছি! এটা লজ্জার।” অভিনেতা শান শাহিদের তোপ, গুজরাট দাঙ্গা নিয়ে নীরব কেন জাভেদ! আরেক অভিনেতা আনুশে আশরাফের বক্তব্য, অতিথিকে সম্মান জানানো উচিত কিন্তু নিজের মান সম্মান খুঁইয়ে নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.