Advertisement
Advertisement

Breaking News

আরিয়ান খান

এই স্বল্পবসনা ষোড়শীকেই ডেট করছেন শাহরুখপুত্র আরিয়ান?

জেনে নিন কে এই ষোড়শী।

This mysterious girl is dating Shah Rukh Khan’s son Aryaan
Published by: Sandipta Bhanja
  • Posted:July 25, 2019 9:42 pm
  • Updated:August 12, 2021 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাবা বলিউড সাম্রাজ্যের কিং।  সুপারস্টারের ছেলে তিনি। অতঃপর প্রচারের আলো যে তাঁর উপর থাকবে, তা স্বাভাবিকই বটে! অনেকদিন ধরেই শোনা যাচ্ছে বলিউডে পা রাখবেন শাহরুখপুত্র আরিয়ান। তা অভিনেতা হিসেবে না ক্যামেরার নেপথ্যে, সেটা এখনও অধরাই থেকে গিয়েছে ভক্তকুলের কাছে। তবে সম্প্রতি ‘দ্য লায়ন কিং’-এর দৌলতে আরিয়ান যে নিজেই পুরোদস্তুর এক সেলিব্রিটি হয়ে উঠেছেন, তা বলাই যায়। ইতিমধ্যেই সিম্বার গলায় আরিয়ানের কণ্ঠ প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, বাবা শাহরুখ গলা দিয়েছেন ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি ভার্সনে মুফাসার চরিত্রের জন্য। বাবা-ছেলে মিলে নেটদুনিয়ায় আপাতত প্রশংসা কুড়োচ্ছেন। তবে আরিয়ান আপাতত খবরের শিরোনামে রয়েছেন অন্য এক কারণে।

[আরও পড়ুন: ‘সঞ্জু’র সঙ্গে ৩০০ মহিলার যৌনসম্পর্ক থাকলে অসুবিধে নেই, দোষ শুধু ‘কবীর সিং’-এরই হয়?: শাহিদ]

Advertisement

এক অচেনা সুন্দরী ষোড়শীর সঙ্গে অন্তরঙ্গ হয়ে নাচতে দেখা গিয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানকে। আর লাস্যময়ী ষোড়শীর সঙ্গে শাহরুখপুত্রর এই ছবি ঘিরেই উত্তাল হয়েছে ওয়েবদুনিয়া। তা আরিয়ান কি এই মেয়েটির সঙ্গে ডেট করছেন? এমন প্রশ্নই উঠেছে। এই অবশ্য প্রথম নয়, এর আগেও একাধিকবার আরিয়ানের ডেট নিয়ে জল্পনা উঠেছিল। এর আগে শোনা গিয়েছিল, সুহানার প্রিয় বান্ধবী অভিনেত্রী অনন্যা পাণ্ডেই আরিয়ানের বিশেষ বান্ধবী। তবে সে গুঞ্জন অনেক আগেই কেটে গিয়েছে। এবার ওই ষোড়শীর সঙ্গে তাঁর ছবি নিয়ে সূত্রপাত হল নয়া গুঞ্জনের। ওই সুন্দরী ষোড়শী লন্ডনের এক ব্লগার। তিনিই নাকি এখন ডেট করছেন আরিয়ানকে। এবং তারপর ইন্টারনেটে এই ভাইরাল ছবি। দুয়ে দুয়ে চার করে রসাল গুঞ্জন আপাতত বলিপাড়ার স্টারকিডদের মুখে মুখে। কালো জ্যাকেট পরিহিত আরিয়ান এবং লাল স্বল্প বসনা ওই মেয়েটির নাইটক্লাবের ফটো দেখে তাঁদের জুটি না মনে হয়ে উপায় নেই অবশ্য।      

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে শ্রীদেবীকন্যা জাহ্নবী]

আরিয়ান খান বর্তমানে আমেরিকায় ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন। কোনও সংশয় নেই যে তিনিও বলিউডেই আসতে চলেছেন। আর শাহরুখ ভক্তরা অনেক দিন ধরেই মুখিয়ে রয়েছেন পর্দায় আরিয়ানকে দেখার জন্য কিন্তু তিনি বাবার পথে হেঁটেই বলিউডে প্রভাব বিস্তার করবেন কিনা, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি কিং খান পরিবারের কেউই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement