Advertisement
Advertisement

Breaking News

বলিউডের জন্য ‘ডেডপুল’ হওয়ার অফার ফিরিয়ে দিলেন রণবীর সিং

হলিউড নয়, বলিউডই তাঁর পছন্দের জায়গা।

This is why Ranveer Singh declined to be a part of 'Deadpool 2'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 22, 2018 6:09 pm
  • Updated:August 1, 2019 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যামেরার সামনে থাকতে সবসময় ভালবাসেন। ছোটবেলা থেকেই বলিউডই তাঁর ধ্যান-জ্ঞান-প্রাণ। পোশাকে তাঁর যতই বৈচিত্র থাক অভিনয়ের সময় নিজেকে পুরোপুরি সঁপে দেন পরিচালকের হাতে। এই প্যাশনই তাঁকে সঞ্জয় লীলা বনশালি, রোহিত শেট্টির মতো পরিচালকদের পছন্দের পাত্র করে তুলেছে। আবার ‘মস্তানি’ দীপিকারও ‘বাজিরাও’ তিনিই। রণবীর সিং মানেই অফুরন্ত প্রাণশক্তি, সদাহাস্য মুখ, চঞ্চল স্বভাব। এই চাঞ্চল্যই তাঁকে এনে দিয়েছিল ‘ডেডপুল’ হওয়ার সুযোগ। যা নিজের প্রথম প্রেম বলিউডের খাতিরেই ফিরিয়ে দিলেন অভিনেতা।

[সলমনকে ‘রেস থ্রি’-র শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী করলেন স্ট্যালোন?]

Advertisement

‘মার্বেল’-এর এই বিখ্যাত কমিক চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন রায়ান রেনল্ডস। মে মাসে মুক্তি পাওয়ার কথা ‘ডেডপুল’-এর দ্বিতীয় সংস্করণের। এর জন্যই অফার পেয়েছিলেন রণবীর। আদতে রণবীরকে ‘ডেডপুল’-এর চরিত্রে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আসলে, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে মার্কিন সুপারহিরোর এই ছবি। এই ছবির জন্যই ডাবিংয়ের প্রস্তাব পেয়েছিলেন নায়ক। এমনটা আগেও হয়েছে। ‘স্পাইডার ম্যান’-এর জন্য কণ্ঠ দিয়েছেন টাইগার শ্রফ, ‘জঙ্গলবুক’-এ বালুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন ইরফান খান, প্রিয়াঙ্কার কণ্ঠ শোনা গিয়েছিল কা-এর চরিত্রে। ‘ডেডপুল’-এর জন্য এমন একজনকে নির্মাতারা খুঁজছিলেন যিনি ওই চরিত্রের মতোই চঞ্চল স্বভাবের হবে। সে কারণেই অফারটি রণবীরকে দেওয়া হয়েছিল।

[‘প্রাক্তন প্রেমিক’ হৃতিকের কল ডিটেল রেকর্ড বের করিয়েছিলেন কঙ্গনা!]

শোনা গিয়েছিল, ‘ডেডপুল’ রণবীরেরও বেশ প্রিয় চরিত্র। তিনি এ ডাবিং করতেও চেয়েছিলেন। কিন্তু তখন ‘গাল্লিবয়’-এর শুটিংয়ের ডেট ঠিক হয়ে গিয়েছিল। আর তা পরিবর্তন করা কোনওভাবেই সম্ভব ছিল না। তাই হলিউড ছেড়ে বলিউডকেই বেছে নেন নায়ক। কারণ বলিউডই তাঁর প্রথম প্রেম। আর এখানেই অভিনয় করতে তিনি সবথেকে ভালবাসেন।

14th February 2019 #gullyboy

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

[কেমন হল নতুন ‘এক দো তিন’? মাধুরীর কাছে জানতে চেয়ে বিড়ম্বনায় জ্যাকলিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement