সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল শাড়ি, কপালে বড় লাল টিপ, গলায় ইয়াব্বড় তাবিজ, হাতেও লাল চুড়ি। মাথার চুল পিছনের দিকে টেনে খোপা করা। দৃষ্টি স্থির হলেও দৃঢ়। রাগান্বিত মহিমায় দাঁড়িয়ে রয়েছেন দেবীর মূর্তির সামনে। বৃহস্পতিবার সকাল গড়াতেই বলিউডের খিলাড়ি কুমার ধরা দিলেন বৃহন্নলা অবতারে। টুইটারের পাতায় ভেসে উঠল সেই মহিলাবেশী অক্ষয়ের লুক। এখন প্রশ্ন উঠতেই পারে, এ কেমন লুকে অক্ষয়?
একদিকে যখন দুর্গাপুজো পালন, অন্যদিকে চলছে নবরাত্রি যাপন। ভরপুর উৎসবের মরসুম। পাপের বিনাশকালে শক্তির আরাধনায় মেতেছেন বাঙালি-অবাঙালি সবাই। এই মরসুমেই অন্য লুকে প্রকাশ্যে এলেন বলিউডের খিলাড়ি কুমার। নিজেকে সামনে আনলেন ‘লক্ষ্মী’ অবতারে। না ‘লক্ষ্মীছাড়া’ নয়। নবরাত্রি উপলক্ষে দর্শকদের সঙ্গে পরিচয় করালেন ‘লক্ষ্মী বম্ব’-এর সঙ্গে। অক্ষয় কুমারের আগামী আধভূতুড়ে ছবি ‘লক্ষ্মী বম্ব’-এ এরকম চরিত্রেই দেখা যাবে তাঁকে।
সুপারহিট তামিল ছবি ‘কাঞ্চনা’র হিন্দি রিমেকের প্রধান চরিত্রে যে অক্ষয় কুমার থাকছেন, সে খবর আগেই শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল ‘লক্ষ্মী বম্ব’ ছবিতে অক্ষয় কুমারের লুক। হরর-কমেডি ছবি। এক বৃহন্নলার অতৃপ্ত আত্মাই এই ছবির অ্যান্টাগনিস্ট। যার খপ্পরে পড়ে অক্ষয় কুমার। তারপর?… পরের কাহিনি ‘কাঞ্চনা’র সৌজন্যে জানা থাকলেও, হিন্দি রিমেকে থাকছে বেশকিছু টুইস্ট। গা ছমছমে ভৌতিক রহস্যের সঙ্গে হাস্যরসের খোরাকও থাকছে ছবিতে। অক্ষয়ের প্রেমিকার চরিত্রে থাকছেন কিয়ারা। ‘কাঞ্চনা’র ক্ষেত্রে ছবির নায়িকার চরিত্র গল্পে সেভাবে গুরুত্ব না পেলেও, রিমেকে কিয়ারার চরিত্রতে থাকছে নতুন চমক। ছবির প্রয়োজনে এবং দর্শকদের কথা মাথায় রেখে পরিবর্তন আনা হয়েছে চিত্রনাট্যেও, এমনটাই জানা গিয়েছে সূত্রের খবরে।
হিন্দি রিমেক হলেও, হেরফের হয়নি ছবির পরিচালকের। তামিল সংস্করণ ‘কাঞ্চনা’র পরিচালক রাঘব লরেন্সই থাকছেন পরিচালকের আসনে। আগামী বছর ২০২০ সালের ৫ জুন মুক্তি পাবে অক্ষয়-কিয়ারা অভিনীত ‘লক্ষ্মী বম্ব’।
Navratri is about bowing to the inner goddess and celebrating your limitless strength.On this auspicious occasion,I am sharing with you my look as Laxmmi.A character I am both excited and nervous about… but then life begins at the end of our comfort zone…isn’t it? #LaxmmiBomb pic.twitter.com/TmL9U1OXdk
— Akshay Kumar (@akshaykumar) October 3, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.