সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে মেতেছে শহর৷ ব্যস্ত বছরের একটা দিন কাজ ভুলেছেন ওঁরাও৷ ক্যামেরার সামনে আজ পোজ দেওয়ার তাড়া নেই৷ নেই মেকআপ করার ঝামেলা৷ সবকিছু ভুলে কেবল নিজের মতো দিন কাটাবার পালা৷ আর সকলকে দীপাবলির শুভেচ্ছা জানানোর সময়৷ তাই করলেন স্টুডিও পাড়ার চেনা মুখেরা৷
[লঙ্কা থেকে মাত্র ২০ দিনে রাম অযোধ্যায় ফিরলেন কী করে?]
আলোর উৎসবে আমাদের আশেপাশের সকলের জীবন আনন্দ ও হাসিতে আলোকিত হয়ে উঠুক৷ এই শুভেচ্ছা দীপাবলিতে জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷
Wishing everyone a Happy Diwali. Let us light up the lives of everyone around us with happiness and laughter. 🙂 pic.twitter.com/SjHxjqn3Jc
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) October 19, 2017
আলোর এই উৎসব জীবনের সমস্ত অন্ধকার দূর করুক৷ এই কামনাই করেছেন আবির চট্টোপাধ্যায়৷
শুভ দীপাবলির শুভেচ্ছা। আলোর উৎসব দূর করুক সব অন্ধকার… Wish you all a very happy & SAFE diwali… pic.twitter.com/W4Cewwmjpb
— Abir Chatterjee (@itsmeabir) October 19, 2017
দীপাবলির শুভেচ্ছা সকলকে জানাতে ভোলেননি দেবও৷ এই সুযোগে নিজের ছবি ‘ককপিট’-এর প্রচারও সেরেছেন৷ দীপাবলিতেও নিজের ছবি দেখার আবেদন জানিয়েছেন সুপারস্টার৷ শুভেচ্ছা জানিয়েছেন জিৎও৷
Wishing all of u a Very #HappyDiwali. Have a great day ahead. Don’t forget to watch #COCKPIT at cinemas. #Diwali pic.twitter.com/bsEeNqD2ly
— Dev (@idevadhikari) October 19, 2017
আপনাকে ও আপনার পরিবারের সবাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা pic.twitter.com/XjZrM824Yq
— Jeet (@jeet30) October 19, 2017
[কী রহস্য কালী মূর্তিতে? কেন মা নগ্নিকা?]
ট্রাডিশনাল লুকে সকলকে শব্দদূষণহীন দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত৷ সেলিব্রেশনে শামিল শুভশ্রী, স্বস্তিকাও৷ আর নুসরত, তনুশ্রীর তো ইতিমধ্যেই পার্টি শুরু হয়ে গিয়েছে৷
Wish you a Happy and Noise free #Diwali pic.twitter.com/80h9LK5ouW
— Rituparna Official (@RituparnaSpeaks) October 19, 2017
and then they were glowing #FestivalofLight pic.twitter.com/zdv453mdJh
— Swastika Mukherjee (@swastika24) October 18, 2017
Happy Diwali ✨💥 pic.twitter.com/5e1QJJbreD
— subhashree ganguly (@subhashreesotwe) October 18, 2017
What a lovely party 😍😍😍@nusratchirps @sayantika12 @joykrmukherjee @tanushree_10 pic.twitter.com/eV76Q6ZhVf
— Raj Kumar Gupta (@RajKumarGupta_9) October 18, 2017
[দস্যুর তেজ আর রাজার ইচ্ছে, দুইয়ের যোগসূত্রে এই কালীক্ষেত্রর প্রতিষ্ঠা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.