Advertisement
Advertisement

Breaking News

Sherlyn Chopra

শিফন শাড়িতে রাস্তায় শার্লিন, পুরুষদের ডেকে বক্ষবিভাজিকায় ঢালতে বললেন জল!

ভিডিও দেখে অবাক নেটিজেনরা।

This is what actress Sherlyn Chopra did | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 31, 2023 5:14 pm
  • Updated:July 31, 2023 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক উরফিতে রক্ষে নেই, শার্লিন চোপড়া (Sherlyn Chopra) দোসর। প্রচারের আলোয় থাকতে একের পর এক কাণ্ড ঘটান শার্লিন। সোশ্যাল মিডিয়া থাকে তার সাক্ষী। এবার হলুদ শিফন শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে আজব কাণ্ড ঘটালেন তিনি। পুরুষদের ডেকে ডেকে নিজের বক্ষবিভাজিকায় ঢালতে বললেন জল।

Sherlyn-Chopra-1

Advertisement

ইনস্টা বলিউডের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে শার্লিনের এই ভিডিও। যার নেপথ্যে ‘রাউডি রাঠোর’ সিনেমার ‘আরে প্রীতম প্যায়ারে’ গানটি ব্যবহার করা হয়েছে। তাতেই ভেজা শিফন শাড়িতে দেখা যাচ্ছে শার্লিনকে। এর মধ্যেই আবার পুরুষদের ডেকে আনছেন।  বক্ষবিভাজিকায় ঢালতে বলছেন জল।

Sherlyn-Chopra-web

[আরও পড়ুন: ‘বুদ্ধদেব ভট্টাচার্যের জনপ্রিয়তা স্রেফ অন্ধ ব্যক্তিপুজোর কারণে নয়’, ইঙ্গিতপূর্ণ পোস্ট কমলেশ্বরের]

শার্লিনের এই কাণ্ড থেকে অবাক নেটিজেনরা। অনেকে আবার রেগে আগুন। “নির্লজ্জতার সমস্ত সীমা পেরিয়ে গিয়েছে”, “এরা সমাজে মধ্যে এমন কাজ করে আর চায় এদের সম্মান করা হোক”, এমন কমেন্ট করা হয়েছে ভিডিওর কমেন্টবক্সে। অনেকে আবার ‘ডিসলাইক’ বোতাম দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সে যাই হোক, ১ লক্ষ ৮৯ হাজার মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

প্রসঙ্গত, বলিউডে শার্লিনের ছবির সংখ্যা খুব একটা বেশি নয়। কিন্তু তা বলে জনপ্রিয়তা কম নেই। আর তা এমন বোল্ড ভিডিওর জন্যই। নানা সময়ে বিতর্কিত মন্তব্যের জেরেও খবরের শিরোনামে শার্লিনের নাম উঠে এসেছে। পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধেও একাধিকবার মুখ খুলেছিলেন সোশ্যাল মিডিয়া স্টার। এখন যেন এমন সোশ্যাল মিডিয়া স্টান্টে মন দিয়েছেন।

[আরও পড়ুন: রণবীর-টোটার ‘ডোলা রে’ নাচ দেখে কলকাতার প্রেক্ষাগৃহে ঝড়! কী বলছেন করণ জোহর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement