Advertisement
Advertisement

Breaking News

জন্মদিনে ‘শেপ অফ ইউ’ ঠুমকা সলমনের, ভাইরাল ভিডিও

খাতায়-কলমে বয়স বাহান্ন। এ ভিডিও দেখে কে বলবে?

This is how Salman Khan celebrated his b’day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2017 3:30 pm
  • Updated:September 18, 2019 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স পঞ্চাশ পেরিয়েছে। তাতে কী? মেজাজটাই তো আসল। আর তাঁর বিন্দাস মেজাজের কাহিনি তো বলিউডে সুবিদিত। ‘সুলতান’ বলে কথা। এটুকু তো থাকবেই। এই মেজাজেই তো আসর জমিয়ে দেন তিনি। এমনিতে বলিউড পার্টিতে খুব একটা দেখা যায় না সলমন খানকে। কিন্তু নিজের জন্মদিনের পার্টিতে তিনিই ছিলেন সর্বেসর্বা।

[বিয়েটা কবে করছেন? মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া]

Advertisement

পরিবারের সঙ্গেই নিজের সেরা সময় কাটান সল্লু। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাড়তি সংযোজন হিসেবে অবশ্যই ছিলেন লুলিয়া ভান্তুর, সংগীতা বিজলানি, ক্যাটরিনা কাইফের মতো কাছের বন্ধুরা। সকলকে নিয়ে পনভেলের ফার্মহাউসে একান্তে সময় কাটালেন ভাইজান।

[রিসেপশনের পরই অনুষ্কার জন্য খুশির খবর, জানেন কী?]

কেমন ছিল জন্মদিনের সে আসর? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। উত্তর মিলল বৃহস্পতিবারই। তাও আবার নেটদুনিয়াতেই। জন্মদিনে চুটিয়ে এনজয় করেছেন ভাইজান। কেবল দর্শক হয়ে নয় জনপ্রিয় গান ‘শেপ অফ ইউ’র তালে কোমর দোলাতে দেখা গিয়েছে তাঁকে। ২০১৭ সালের অন্যতম জনপ্রিয় গান এড শিব়্যানের এই গান। তা যে সলমনেরও বেশ পছন্দ তা এই ভিডিও থেকেই স্পষ্ট।

কেবল বিদেশি নয় দেশি মেজাজেও দেখা গিয়েছে টাইগারকে। নিজের সিনেমার গানে পানীয় হাতে ঠুমকা লাগিয়েছেন তিনি।

খাতায়-কলমে বয়স বাহান্ন। কিন্তু বয়স যে একটি সংখ্যা মাত্র তা ভালভাবেই বুঝিয়ে দিলেন সলমন। এবার জন্মদিনের আনন্দটাও একটু বেশিই ছিল। কারণ ‘টাইগার জিন্দা হ্যায়’। মুক্তির এক সপ্তাহের মধ্যেই ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছেন সলমনের এ ছবি। সেই আনন্দই সলমনের নাচে ফুটে উঠেছে।

[‘পদ্মাবতী’ দেখবেন না, সেন্সরকে সাফ জানালেন রাজ পরিবারের সদস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement