Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly Biopic

সৌরভের বায়োপিকের দায়িত্বে নামজাদা পরিচালক, কবে ব্যাট হাতে মাঠে নামছেন আয়ুষ্মান?

সেই পরিচালক এর আগেও বাংলাতে শুটিং করে গিয়েছেন। বলুন তো কে?

This director to helm Ayushmann Khurrana in Sourav Ganguly’s biopic | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:January 12, 2024 5:18 pm
  • Updated:January 12, 2024 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন তুলে ধরার দায়িত্ব কে পাচ্ছেন? এই প্রশ্ন আজকের নয়, বিগত দু’তিন বছর ধরেই জল্পনা তুঙ্গে। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় ‘পাঞ্জাব দি পুত্তর’ আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। গতবছরই সংবাদ প্রতিদিন ডিজিটালের খবরে সিলমোহর বসেছিল। কিন্তু কে পরিচালনা করতে চলেছেন? সেই কৌতূহল বরাবরই ছিল।

এবার শোনা গেল, দাদার বায়োপিকের দায়িত্ব বর্তেছে বলিউডের এক নামজাদা পরিচালকের কাঁধে। লাভ রঞ্জন, অঙ্কুর গর্গের স্বপ্নের প্রজেক্ট। অতঃপর এই সিনেমার পরিচালকের আসনে কে বসবেন? সেই বিষয়ে যে, একটা আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনী অবলম্বনে ছবির পরিচালনা করতে চলেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো একাধিক সিনেমায় পরিচালক হিসেবে নিজের দক্ষতার ছাপ রেখেছেন। গতবছর জুবিলি ওয়েব সিরিজের সুবাদেও শোরগোল ফেলে দিয়েছিলেন। সেই পরিচালক যদি ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকের দায়িত্ব নেন, তাহলে যে দারুণ একটা প্রজেক্ট আসতে চলেছে, তা বলাই বাহুল্য।

Advertisement

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

২০২৪ সালের দ্বিতীয়ার্ধে শুটিং শুরু হওয়ার কথা। আনুষ্ঠানিকভাবে যদিও এখনও সিনেমার নাম, কাস্টিং ঘোষণা করা হয়নি। তবে বলিউডের অন্দরে পাকা খবর, ‘দাদা’র বর্ণময় ক্রিকেট কেরিয়ার বড়পর্দায় তুলে ধরতে আয়ুষ্মান খুরানা এবং বিক্রমাদিত্য মোতওয়ানেকেই চূড়ান্ত করেছে নির্মাতা লাভ ফিল্মস। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের জুতোতে পা গলাতে ইতিমধ্যেই ক্রিকেট প্রশিক্ষণ শুরু করেছেন আয়ুষ্মান খুরানা, বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: পরমব্রতর ফ্রেমে দাম্পত্যের টানাপোড়েন, স্বামী-স্ত্রীর চরিত্রে অঞ্জন-অপর্ণা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement