Advertisement
Advertisement

Breaking News

Kabuliwala

‘কাবুলিওয়ালা’ মিঠুনের ছোট্ট মিনির চরিত্রে কে? ছোটপর্দার এই শিশুশিল্পী নয়তো?

বাংলা সিরিয়ালে বেশ জনপ্রিয় মিষ্টি এই শিল্পী।

This child artist reportedly to play Mini in Mithun Chakraborty starrer Kabuliwala | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 18, 2023 6:35 pm
  • Updated:August 18, 2023 6:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাবুলিওয়ালা’ হচ্ছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এ খবর প্রকাশিত হয়ে গিয়েছে। মিঠুন চক্রবর্তীর লুকও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিন্তু ছোট্ট মিনি কে হচ্ছে? মিষ্টি এই চরিত্রে এ মিষ্টি শিশুশিল্পীর নামই শোনা যাচ্ছে।

Kabuliwala Mithun

Advertisement

বাঙালির কাছে ‘কাবুলিওয়ালা’ মানেই তপন সিংয়ের সাদা-কালো সিনেমা আর ছবি বিশ্বাস। কঠিন মুখের অপূর্ব মায়া। সেই মায়ার টানের কেন্দ্রবিন্দু ছোট্ট মিনি। তাকে ঘিরেই রহমত কাবুলিওয়ালার যাবতীয় স্বপ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পকে স্বপ্নের মতো বড়পর্দায় তুলে ধরেছিলেন কিংবদন্তি বাঙালি পরিচালক। পরে হেমেন গুপ্তর পরিচালনায় বলরাজ সাহানি ‘কাবুলিওয়ালা’ হয়েছিলেন। কিন্তু অধিকাংশ বাঙালির কাছে ছবি বিশ্বাসই প্রিয়। এবার সুমন ঘোষেল পরিচালনায় ‘কাবুলিওয়ালা’ হয়েছেন মিঠুন।

[আরও পড়ুন: বলিউডে কেরিয়ার গড়ার আগেই গোত্তা? বিশ বাঁও জলে মধুমিতার হিন্দি সিনেমার কাজ!]

অবশ্য ‘কাবুলিয়ালা’ হিসেবে মিঠুন চক্রবর্তীও প্রশংসা পেয়েছেন। “এতদিনে খুব ভালো চিন্তা-ভাবনা করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে ফিরিয়ে আনাটা বড় সিদ্ধান্ত”, “মিঠুন চক্রবর্তী মন জুড়ে রয়েছেন…অবশ্যই প্যান ইন্ডিয়া করা হোক… সারা বিশ্বে ওনার ফ্যান আছে”, এমন মন্তব্য করা হয়েছে ছবির মোশন পোস্টারের কমেন্টবক্সে। কিন্তু মিঠুনের বিপরীতে মিনি কে?

শোনা যাচ্ছে, মিনির ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার মিষ্টি অভিনেত্রী অনুমেঘা কাহালিকে (Anumegha Kahali)। ‘মিঠাই’ সিরিয়ালে সৌমিতৃষার মেয়ে মিষ্টির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছে ছোট্ট এই শিল্পী। তাকেই নাকি মিনি হিসেবে বাছা হয়েছে। খবর কি সত্যি? এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল অনুমেঘার মাকে? তিনি এখনই কিছু বলতে পারবেন না বলেই জানিয়েছেন।

Anumegha

[আরও পড়ুন: পরিচয়ের অধিকার সবার আছে, কিন্তু সমাজ কি তা মানে? প্রশ্ন তুলল সুস্মিতা সেনের ‘তালি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement