Advertisement
Advertisement

Breaking News

Ramayana Movie

রণবীরের ‘রামায়ণ’-এ শূর্পণখার চরিত্রে বলিউডের এই সুন্দরী? জল্পনা তুঙ্গে

মার্চ মাস থেকেই নাকি ছবির শুটিং শুরু।

This actress to play Shurpanakha in Ranbir Kapoor Starrer Ramayana? Here's What We Know
Published by: Suparna Majumder
  • Posted:February 11, 2024 12:06 pm
  • Updated:February 11, 2024 12:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে জল্পনার অন্ত নেই। এবার শূর্পণখার চরিত্র নিয়ে নতুন খবর শোনা যাচ্ছে। বলিউডের এক সুন্দরীকে নাকি গুরুত্বপূর্ণ এই চরিত্রের জন্য পছন্দ হয়েছে পরিচালক নীতেশ তিওয়ারির। দুজনের মধ্যে এ নিয়ে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে বলে খবর।

কে এই সুন্দরী? ফেব্রুয়ারি মাসেই যাঁর বিয়ে। নাম? রকুলপ্রীত সিং (Rakul Preet)। শোনা যাচ্ছে, তাঁকেই এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। রামায়ণে এই চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। রাম-রাবণের যুদ্ধের কারণও বলা যেতে পারে। তাই এমন চরিত্র বড়পর্দায় ফুটিয়ে তোলা মোটেও সহজকাজ নয়। সে যাই হোক, এখন সিনেমা নিয়ে নয়, নিজের বিয়ে নিয়ে ব্যস্ত রকুলপ্রীত। অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানীর সঙ্গে ২২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তিনি।

Advertisement

rakulpreet

[আরও পড়ুন: ‘যে রাজনীতি সম্পর্ককে সম্মান দেয় না…’, মিঠুনকে দেখার পর কেন এমন বললেন দেব?]

চলতি বছরের মার্চ মাস থেকেই ‘রামায়ণ’-এর শুটিং শুরু করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। এমন খবরই শোনা গিয়েছিল। সূত্রের খবর, রামের অবতারে অভিনয়ের জন্য নাকি বিশেষ মেডিটেশনও করছেন রণবীর। বাচনভঙ্গী পালটানোর প্রশিক্ষণও নিচ্ছেন। মেয়ের জন্মের পর থেকেই নাকি ভেগান ডায়েটে থাকতেন রণবীর। এবার পুরোপুরি নিরামিষ আহার করছেন এবং মদও নাকি ছেড়ে দিয়েছেন। প্রথমে শোনা গিয়েছিল, রণবীরের বিপরীতে সীতার চরিত্রে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে দেখা যাবে। পরে এই চরিত্রে আবার জাহ্নবী কাপুরের নাম শোনা যায়।

Ranbir Kapoor and Ramayana

সূত্রের খবর, লন্ডন ও মুম্বই মিলিয়ে ১২০ দিন ধরে ‘রামায়ণ’-এর (Ramayana) শুটিং হবে। এখনও পর্যন্ত যা শোনা গিয়েছে সেই অনুযায়ী ছবিতে রাবণের ভূমিকায় দেখা যাবে ‘কেজিএফ’ স্টার যশকে। বিভীষণের চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপতি। আর হনুমান হচ্ছেন সানি দেওল।

[আরও পড়ুন: ১১-১৭ ফেব্রুয়ারির Horoscope: বাধা-বিঘ্ন বেশি না অর্থলাভ? কী আছে ভাগ্যে? জেনে রাখুন ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement