সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈচিত্রের মধ্যে ঐক্য। আগস্ট মাসের ১৫ তারিখের আগে এই দাবি অনেকেই করেন। তবে এই ঐক্যের আড়ালে লুকিয়ে থাকা বৈষম্যের ফাটল ক’জন দেখতে পান? বৈষম্যের এমনই কাহিনি নিজের উপন্যাসে তুলে ধরেছিলেন অরবিন্দ আদিগার ‘দ্য হোয়াইট টাইগার’ (The White Tiger) উপন্যাসে। ২০০৮ সালে প্রথম প্রকাশিত হয় উপন্যাসটি। তাকেই ২ ঘণ্টার ৫ মিনিটের সিনেমার রূপ দিয়েছেন আমেরিকার পরিচালক রামিন বাহরানি (Ramin Bahrani)। মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), রাজকুমার রাও (Rajkummar Rao) এবং আদর্শ গৌরব (Adarsh Gourav)। প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
উপন্যাস নির্ভর এই ছবির কাহিনি বলরামের (আদর্শ) চরিত্রকে কেন্দ্র করে। বুদ্ধিমান বলরাম। কিন্তু শ্রেণি বিভাজনের বলি হয়ে ছোটবেলায় পড়াশোনা ছেড়ে দিতে হয়। পরিস্থিতির সঙ্গে আপস না করে ধনী পরিবারের ছেলে অশোকের (রাজকুমার) গাড়ির চালক হিসেবে চাকরি জুটিয়ে নেয় বলরাম। সেখানে তার আলাপ হয় পিঙ্কি ম্যাডামের (প্রিয়াঙ্কা) সঙ্গে। সবকিছু ভালভাবেই চলছিল। বিপত্তি বাধে এক দুর্ঘটনায়। মদের নেশায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে পিঙ্কি। গাড়িতে ছিল অশোকও। সেই দোষ বলরামের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। অর্থের এই পেশি শক্তি মেনে নেয় না বলরাম। শুরু হয় চক্রান্তের নতুন খেলা।
অরবিন্দ আদিগার (Aravind Adiga) বেস্ট সেলারের ভিত্তিতে ছবির চিত্রনাট্য লিখেছেন রামিন। ছবির অন্যতম প্রযোজক তিনি। রামিনের সঙ্গেই ছবির প্রযোজনায় অংশীদার প্রিয়াঙ্কা চোপড়া। সেদিক থেকে এই ছবিতে প্রিয়াঙ্কার দায়িত্ব অনেক বেশি। শোনা গিয়েছে তাঁর পরামর্শেই ছবিতে অশোকের চরিত্রের জন্য রাজকুমার রাওকে বাছা হয়েছে। রাজকুমারের বাবার চরিত্রে অভিনয় করেছেন মহেশ মঞ্জরেকর। দক্ষ এই অভিনেতাদের মাঝে আদর্শ অনেকটাই নতুন মুখ। বহু বিজ্ঞাপনে অভিনয় করেছেন তরুণ অভিনেতা। এবার সিনেমার পালা। ২২ জানুয়ারি নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে সিনেমাটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.