Advertisement
Advertisement
The Vaccine War

অস্কার লাইব্রেরিতে স্থান পেল ‘দ্য ভ্যাকসিন ওয়ার’, আহ্লাদে আটখানা পরিচালক বিবেক অগ্নিহোত্রী

বক্স অফিসে ফ্লপ 'দ্য ভ্যাকসিন ওয়ার'।

The Vaccine War to be part of Academy Collections at Oscar library: Vivek Agnihotri| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 12, 2023 3:09 pm
  • Updated:October 12, 2023 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ডাহা ফ্লপ। তবে প্রধানমন্ত্রী মন খোলা প্রশংসা করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য ভ্যাকসিন ওয়ার-এর। তার পর থেকেই যেন বিবেকের মাটিতে পা পড়ছে না। আর এবার পরিচালকের মুকুটে নতুন পালক। খবর অনুযায়ী, অস্কারের লাইব্রেরিতে জায়গা করে নিতে চলেছে দ্য ভ্যাকসিন ওয়ার ছবির চিত্রনাট্য। নিজের এক্স হ্যান্ডেলে সুখবরটা শেয়ার করেছেন বিবেক অগ্নিহোত্রী নিজেই।

[আরও পড়ুন: ‘এক রাতেই সব পালটে গেল…’, ইজরায়েলের বিভীষিকাময় দিনের কথা নুসরতের মুখে]

বিবেক লেখেন, আমি খুবই গর্বিত যে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবির চিত্রানাট্য অস্কারের লাইব্রেরিতে স্থান পেয়েছে। এটা আমার জন্য খুবই বড় সম্মানের ব্যাপার।

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পর পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা দুনিয়ায়। এমনকী, পরিচালকের বিবেকের প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকে বার বার নানা কারণে খবরের শিরোনামে উঠে আসতেন বিবেক। বিশেষ করে সিনেপ্রেমীরা মুখিয়ে ছিলেন বিবেকের পরের ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ারে’র দিকে। গত সপ্তাহতেই মুক্তি পেয়েছে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। তবে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি বিবেকের এই ছবি। অনেকে অবশ্য শাহরুখের জওয়ান ছবির দাপটকে এর জন্য দায়ী করেছেন। তবে বহু ফিল্ম সমালোচকের মতে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির মতো, বিবেকের ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ দাগ কাটতে পারেনি। এবার সেই ছবির প্রশংসাতেই পঞ্চমুখ হলেন নরেন্দ্র মোদি।

[আরও পড়ুন: রণবীরের ‘রামায়ণ’-এ হনুমান সানি দেওল! ‘গদর ২’র সাফল্যের পরই বড় চমক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement