Advertisement
Advertisement

Breaking News

Shonali Bose

‘আপনি দেশদ্রোহী!’ জাতীয় সংগীতের সময় না দাঁড়নোয় কটাক্ষের শিকার পরিচালক সোনালি বসু

কী জবাব দিলেন পরিচালক?

'The Sky Is Pink' director Shonali Bose faces backlash for showing 'disrespect' to the national anthem| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 15, 2023 2:44 pm
  • Updated:May 15, 2023 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বিতর্কের মুখে পরিচালক সোনালি বসু। মুম্বইয়ের পিভিআর সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে কটাক্ষের শিকার হলেন সোনালি। শুধু তাই নয়, তাঁকে দেশদ্রোহী বলে কটাক্ষ করা হয়েছে।

তা ঠিক কী ঘটেছিল?

Advertisement

সম্প্রতি মুম্বইয়ের মাল্টিপ্লেক্সে ‘আফওয়া’ ছবিটি দেখতে গিয়েছিলেন পরিচালক সোনালি। সিনেমা শুরু আগে জাতীয় সংগীত শুরু হলে, গোটা সিনেমা হলে একমাত্র তিনিই আসনে বসে থাকেন। পরিচালক এমনটা করায় সিনেমা হলে উপস্থিত কয়েকজন দর্শক পরিচালককে অসহ্য, দেশদ্রোহী বলে কটাক্ষ করতে শুরু করেন। প্রথমটায় এই কটাক্ষের বিরুদ্ধে মুখ খোলেননি সোনালি। পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা উল্লেখ করে, রবীন্দ্রনাথের লেখা এক লাইন দিয়ে জবাব দেন সোনালি।

[আরও পড়ুন: শাহরুখের ‘পাঠান’কেও ছাপিয়ে গিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’! কীভাবে সম্ভব?]

সোনালি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘মস্তিষ্ক যেখানে উদার ভাবনা চিন্তা এবং কাজ দ্বারা পরিচালিত হয় হে ইশ্বর সেই স্বর্গের পথে আমার দেশকে চালিত করুন।’ পরিচালক আরও বলেন, দেশপ্রেম একটা বোধ, একটা অনুভব, এটা মনে জন্মায়। সরকারকে প্রতিপদে প্রশ্ন করতে শেখায় এই বোধ। তাই জোর করে এসব হয় না। যেটা সরকার করার চেষ্টা করছে।

[আরও পড়ুন: ‘পথে হল দেরি’ বলতে নারাজ! অজানা ব্যক্তির বাইকে চেপে বসলেন অমিতাভ বচ্চন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement