Advertisement
Advertisement

Breaking News

The Railway Men Trailer

‘দ্য রেলওয়ে মেন’-এর ট্রেলারে ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি, নজর কাড়লেন মাধবন-মেনন

যশরাজ ফিল্মস আর নেটফ্লিক্সের যৌথ প্রযোজনায় তৈরি নতুন এই সিরিজ।

The Railway Men Trailer: R Madhavan, Babil Khan, Kay Kay Menon and Divyenndu pay homage to unsung heroes | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 6, 2023 4:46 pm
  • Updated:November 6, 2023 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোপাল গ্যাস দুর্ঘটনার (Bhopal Gas Tragedy) দগদগে স্মৃতি ফিরছে ওয়েব সিরিজে। টিজারেই নজর কেড়েছিল ‘দ্য রেলওয়ে মেন’ (The Railway Men)। টানটান গল্প আর বলিষ্ঠ অভিনয়ের আভাস দেন আর মাধবন, কে কে মেনন, বাবিল খান ও দিব্যেন্দু। ট্রেলারেও তার অন্যথা হল না।

Teaser of The Railway Men reminds Bhopal gas tragedy | Sangbad Pratidin

Advertisement

সাল ছিল ১৯৮৪। ডিসেম্বর মাসের ২ তারিখ। কনকনে শীতের রাত। ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড থেকে আচমকাই ছড়িয়ে পড়তে থাকে মিথাইল আইসোসায়ানেট। বাতাস হয়ে ওঠে বিষাক্ত। একের পর এক মানুষকে মৃত্যুর গহ্বরে ছুঁড়ে ফেলে দিতে থাকে এক অতিকায় হিংস্র জন্তুর মতো। এই রাতের গল্পই চার এপিসোডের সিরিজে তুলে ধরা হয়েছে। বাস্তবের নায়কদের শ্রদ্ধা জানাতেই সিরিজটি তৈরি করেছেন পরিচালক শিব রাওয়াল।

[আরও পড়ুন: নাতনি রাহার প্রথম জন্মদিন, আদরে ভরা পোস্ট ঠাকুমা নীতু কাপুর ও দিদা সোনি রাজদানের]

সিরিজে রেলওয়ের জেনারেল ম্যানেজারের ভূমিকায় অভিনয় করেছেন আর মাধবন (R Madhavan)। আর স্টেশন মাস্টার হিসেবে দেখা যাচ্ছে কে কে মেননকে (Kay Kay Menon)। এছাড়াও রয়েছে ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা দিব্যেন্দু। আর লোকো পাইলটের চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল।

The-Railway-Men-3

গ্যাস দুর্ঘটনার যন্ত্রণা। আর বাস্তবের সেই নায়কদের কথা যাঁরা বিস্মৃতি অতলে তলিয়ে গিয়েছেন। যশরাজ ফিল্মস আর নেটফ্লিক্সের যৌথ প্রযোজনায় তৈরি নতুন এই সিরিজ। আগামী ১৮ নভেম্বর থেকে নেটফ্লিক্সেই দেখা যাবে সিরিজটি।

 

[আরও পড়ুন: ‘কে ভাঙতে পারে তোমার রেকর্ড?’, সলমনের প্রশ্নে চমকে দেওয়া উত্তর শচীনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement