সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ চক্রবর্তীর শেষ ছবি ‘পরিণীতা’ বক্স অফিসে সাড়া জাগিয়েছিল ভালই। আদ্যোপান্ত কমার্শিয়াল ঘরানার ছবি থেকে সরে এসে ‘পরিণীতা’ বানিয়েছিলেন তিনি। কিন্তু বিফল হননি। ছবিটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল দর্শক। তার পরের ছবিটিও বেশ আলাদা। দেশের সাম্প্রতিক ও রাজনৈতিক কাহিনি নিয়ে তিনি তৈরি করছেন ‘ধর্মযুদ্ধ’। সেই ছবির পাঁচটি চরিত্র। সেই চরিত্রটির লুক প্রকাশ হল সম্প্রতি। এই ছবিতে শুভশ্রীকে আবারও ডি-গ্ল্যাম লুকে দেখা যাবে।
ছবির পাঁচটি চরিত্রের নাম জবর, রাঘব, শবনম, আম্মি ও মুন্নি। সোহমকে দেখা যাবে জবরের ভূমিকায় অভিনয় করতে। রাঘবের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক। শবনমের চরিত্রে পার্নো, আম্মির চরিত্রে স্বাতীলেখা ও মুন্নির চরিত্রে শুভশ্রী অভিনয় করেছেন। তাঁদের প্রত্যেকেরই লুক প্রকাশ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবিতে শুভশ্রীর চরিত্র মুন্নি একেবারে ঘরোয়া। তার স্বামী পেশায় অটোচালক।এই চরিত্রে অভিনয় করেছেন সপ্তর্ষি মৌলিক। শোনা গিয়েছে, ছবির জন্য নাকি তাঁকে অটো চালানো শিখতেও হয়েছিল। স্বাতীলেখার আম্মা চরিত্রটি মায়ের প্রতিচ্ছ্ববি। সাম্প্রদায়িক হিংসার সময় জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই আশ্রয় খোঁজে। আশ্রয়ের সেই নীড় আম্মার কোল। ছবির বাকি চরিত্রগুলি সম্পর্কে এখনও কিছু ভাঙেননি পরিচালক।
#DHARMAJUDDHA
— rajchoco (@iamrajchoco) November 3, 2019
Releasing #20thMarch #2020 pic.twitter.com/DHuyVrqugN
সীমান্ত অঞ্চলের এক ঘটনার কথা তুলে ধরবেন রাজ তাঁর এই ছবিতে। যেখানে জাত, ধর্ম নিয়ে অশান্তি নিত্যনৈমিত্তিক ব্যাপার। ধর্ম নিয়ে হানাহানির জন্য খুন, জখম প্রায়ই হয়ে থাকে। এরকমই এক অস্থির এলাকায় এক বয়স্ক মহিলার বাড়িতে আশ্রয় নেয় তিনটি মানুষ। অন্যদিকে, সেই বয়স্ক মহিলারই বাড়িতে তাঁকে দেখাশোনার জন্য থাকে একটি মেয়ে। এই পাঁচটি চরিত্রকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প। জটিল পরিস্থিতিতে এই পাঁচটি মানুষই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। প্রত্যেকেরই একটা অতীত রয়েছে। যার সঙ্গে জুড়ে গিয়েছে বর্তমান। ছবিটি পলিটিক্যাল ড্রামা। আর গল্পের প্লটে রয়েছে ‘টেনশন’। দাঙ্গা, হিংসার সঙ্গে এই ছবি উত্তরণেরও গল্প বলবে। এমনটাই জানিয়েছিলেন পরিচালক রাজ। আর ‘ধর্মযুদ্ধ’র পোস্টারেও সেই কাহিনিরই ইঙ্গিত মিলল। একটি থালার উপর রাখা রয়েছে রুটি এবং দুটি আলুর টুকরো। ওইটুকু খাবারের দিকেই হাত বাড়িয়ে রয়েছেন পাঁচ জন। একই থালায় ওই একটা রুটিই কি ইঙ্গিত দিচ্ছে জাত-ধর্ম বৈষম্যের? ছবি মুক্তির পরই মিলবে সেই উত্তর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.