Advertisement
Advertisement
The Kashmir Files

ছবির আয় কাশ্মীরি পণ্ডিতদের দিন, ‘দ্য কাশ্মীর ফাইলসে’র পরিচালককে খোঁচা IAS অফিসারের

টুইট করে পালটাও দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

The Kashmir Files director Vivek Agnihotri responded to a tweet by an IAS officer in Madhya Pradesh | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 22, 2022 4:53 pm
  • Updated:March 22, 2022 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক বিষয়টা ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি মুক্তির আগে থেকেই শুরু। ছবি মুক্তির পর একদিকে যেমন বক্স অফিসে পয়সার বন্যা, দর্শকদের উচ্ছ্বাস। তেমনি এই ছবি ঘিরে সমালোচনাও খুব একটা কম নয়। তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী এসব নেতিবাচক সমালোচনাকে মোটেই পাত্তা দিচ্ছেন না। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে বিবেক এখন আগের থেকে অনেকটাই নিশ্চিন্ত। তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিবেককে কটাক্ষ করছেন অনেকে। ঠিক যেমন মধ্যপ্রদেশের আইএএস অফিসার নিয়াজ খান টুইট করে রীতিমতো খোঁচা দিলেন বিবেককে।

টুইটে অফিসার লিখলেন, ‘কাশ্মীর ফাইলস ছবি ব্যবসা পেরিয়েছে ১৮২ কোটি টাকা। দারুণ বিষয়। ছবিটা দেখে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের সম্মান জানিয়েছেন দেশের মানুষও। ছবি প্রযোজকদের অনুরোধ করব, তাঁরা যেন ছবি থেকে অর্জিত লাভের অঙ্কের সমস্তটাই দান করেন কাশ্মীরি পণ্ডিতদের ছেলেমেয়েদের লেখাপড়ার কাজে। তাঁদের জন্য যেন কাশ্মীরে বাড়িও তৈরি করে দেন। এতে চ্যারিটিও হবে।’ তবে এই টুইট দেখে একেবারেই চুপ করে থাকেননি ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। টুইট করে পালটাও দিয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: OMG! রতিক্রিয়ায় পারদর্শী পুনমের কাছে পুরুষ ভোলানোর কৌশল শিখতে চান কঙ্গনা!]

পরিচালক বিবেক টুইট করে লেখেন, ‘স্যর নিয়াজ় খান সাহেব, ২৫ মার্চ ভোপালে যাচ্ছি। দেখা করার জন্য একটা সময় দিন। আপনার বই বিক্রির রয়্যালটি ও আইএএস অফিসার হিসেবে আপনার কাজের দক্ষতা নিয়ে আলোচনা করব।’

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রশংসায় পঞ্চমুখ গোটা বলিউড। নামজাদা তারকারা এই ছবির ভূয়শী প্রশংসা করেছেন। সম্প্রতি এই দেশের প্রত্যেকটি মানুষকে এই ছবি দেখার জন্য অনুরোধ করেছেন আমির খান। আমির জানান, ”কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছে তা সত্যিই খুব দুঃখের। এই ঘটনা ভারতীয় ইতিহাসের হৃদয়বিদারক একটা অংশ। যা গভীর ক্ষতের জন্ম দিয়েছে। আমার মনে হয়, এমন একটি বিষয় নিয়ে ছবি হওয়া উচিত ছিল। এই ছবির গোটা টিমকে শুভেচ্ছা।”

 

অন্যদিকে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন বলিউড অভিনেতা নানা পাটেকর। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা প্রসঙ্গে তাঁর মতামত জানতে চান সাংবাদিকরা। উত্তর দিতে গিয়ে অভিনেতা জানান, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ভারতেরই বাসিন্দা। দুই সম্প্রদায়েরই শান্তিতে থাকা উচিত। একে অন্যকে প্রয়োজন। পরস্পরকে ছাড়া থাকতে পারবেনও না। কোনও একটি ছবির জন্য বিভাজনের পরিস্থিতি তৈরি হওয়া ঠিক নয়। সকলেই যেন শান্তিতে থাকেন। এমন ছবির মাধ্যমে যাঁরা সেই চেষ্টা করছেন, তাঁদের কাছে জবাব চাওয়া উচিত। জানানো উচিত, এমনটা করলে সমাজ টুকরো টুকরো হয়ে যাবে।

[আরও পড়ুন: মাত্র ২৪ বছর বয়সে মৃত্যু ‘গাল্লি বয়’ খ্যাত ব়্যাপারের, শোকস্তব্ধ রণবীর সিং, সিদ্ধান্ত চতুর্বেদীরা]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement