Advertisement
Advertisement
The Archies

শাহরুখ-তনয়া সুহানা নাকি শ্রীদেবীকন্যা খুশি, ‘দ্য আর্চিস’ ট্রেলারে নজর কাড়লেন কে?

নেটফ্লিক্সে মুক্তি পাবে পরিচালক জোয়া আখতারের এই সিরিজ।

The Archies Trailer: Agastya Nanda, Suhana Khan, Khushi Kapoor And Gang Are Rebels With A Cause| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 9, 2023 3:40 pm
  • Updated:November 9, 2023 4:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক বছর আগে ‘কফি উইথ করণ’-এ এসে কঙ্গনা, বলিউডে চলা নেপোটিজমের আধিপত্যের দিকে আঙুল তুলেছিলেন। তা নিয়ে বিতর্ক উঠেছিল প্রচুর। বিতর্ক হলে, বলিউডে যে সত্যিই নেপোটিজম যে দিন দিন আরও প্রবল হচ্ছে, তা বোঝা গিয়েছে, একের পর এক স্টারকিডের বলিউডে পা দেওয়ার ঘটনায়। আর এবার তো একই ছবিতে ৭ জন স্টারকিড। পরিচালক জোয়া আখতারও যে তাঁর ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনেতা বাছাই করার ক্ষেত্রে নেপোটিজমকেই গুরুত্ব দিয়েছেন, তা বেশ স্পষ্ট।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

Advertisement

তবে নেপোটিজম থাকুক, বিতর্ক থাকুক। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির ট্রেলারে একেবারে স্পষ্ট এই ৭ জন স্টারকিড আগামীর সুপারস্টার। একই ঝলকে এই তারকা সন্তানরা বুঝিয়ে দিলেন, বক্স অফিস লড়াইয়ের জন্য তাঁরা একেবারে তৈরি। যদিও দ্য আর্চিস মুক্তি পাবে নেটফ্লিক্স ওটিটিতে। ট্রেলার দেখে সোশাল মিডিয়ায় জোয়া আখতারকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন করণ জোহর। 

[আরও পড়ুন: ‘একদম আমার পছন্দের পুরুষের দিকে তাকাবি না’, অনন্যাকে হুঁশিয়ারি সারার! কার দিকে নজর?]

আর্চি কমিকস-এর ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিস’ তৈরি করেছেন জোয়া আখতার। ১৯৬৪ সালের প্রেক্ষাপটে ভারতের এক কাল্পনিক পাহাড়ি অঞ্চল, রিভারডেল। অ্যাংলো ইন্ডিয়ান স্কুলের পড়ুয়ারাদের বন্ধুত্ব, সম্পর্ক নিয়েই এই সিরিজ। পোশাকেও রেট্রো ছোঁয়া। টাইপরাইটার, সাইকেল, মিল্কশেক, কেক-কমলালেবু… আট-নয়ের দশকের প্রজন্ম শৈশবের নস্ট্যালজিয়া ফিরে পাবেন ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে।

এই সিরিজ দিয়েই অভিনয় জগতে হাতেখড়ি হল বলিপাড়ার একাধিক তারকাসন্তানদের। সেই তালিকায় শাহরুখকন্যা সুহানা খান, শ্রীদেবিকন্যা খুশি কাপুর, অমিতাভের নাতি অগস্ত্যরা যেমন রয়েছেন তেমনই অভিনয় করেছেন মিহির আহুজা, বেদং রায়না, যুবরাজ মেন্দা।

[আরও পড়ুন: কাকভোরে ‘টাইগার ৩’র প্রথম শো, ‘নিশাচর’ সলমন নিজেই বলছেন, ‘ওটা মিস হয়ে যাবে’]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement