Advertisement
Advertisement

Breaking News

Thalapathy Vijay

রাজনৈতিক দল খুলেই ‘দিলদরিয়া’ থলপতি বিজয়, শয়ে শয়ে লোক খাইয়ে বস্ত্র বিতরণ নেতার

নেতা-অভিনেতার কীর্তিতে কুর্নিশ অনুরাগীদের।

Thalapathy Vijay’s Party Tamilaga Vettri Kazhagam feed To 600 People | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:February 22, 2024 3:26 pm
  • Updated:March 4, 2024 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলাগা ভেত্রি কোঝাগম দলের ঘোষণা করেই থলপতি বিজয় জানিয়ে দিয়েছেন যে, সিনেদুনিয়াকে খুব তাড়াতাড়ি বিদায় জানিয়ে আদ্যোপান্ত রাজনৈতিক কেরিয়ারে মন দেবেন অভিনেতা। আর রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই ‘দিলদরিয়া’ থলপতি বিজয় (Thalapathy Vijay)। শয়ে শয়ে লোক খাইয়ে বস্ত্র বিতরণও করলেন নেতা-অভিনেতা।

সামনেই লোকসভা ভোট। স্বাভাবিকভাবেই থালাপতির রাজনৈতিক দলকে নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে। তবে অভিনেতা সাফ জানিয়ে দিয়েছেন যে, লোকসভায় তিনি নির্বাচনে লড়ছেন না, বরং তাঁর পাখির চোখ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা ভোট। ইতিমধ্যেই প্রাথমিক স্তরে প্রস্তুতি শুরু করে দিয়েছেন থলপতি। সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতেও ময়দানে নেমেছেন খোদ। এবার দানধ্যান করতে দেখা গেল থলপতি বিজয়কে।

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তন কিরণকে নিয়ে মুসৌরিতে আমির, ডিভোর্সের পরও অটুট বন্ধন! ছেঁকে ধরল ভক্তরা]

সম্প্রতি তামিলনাড়ুর থেনি জেলায় তামিলাগা ভেত্রি কোঝাগম দল নিয়ে থলপতি প্রায় ৬০০ জনকে চিকেন বিরিয়ানি, ডিম-ভাত খাইয়েছেন। ২০০জন মহিলাকে শাড়ি উপহার দিয়েছেন, ৭০জনকে গেঞ্জি উপহার দিয়েছেন দাক্ষিণাত্যভূমের নেতা-অভিনেতা। এছাড়াও, অত্যাবশকীয় সামগ্রী দান করেছে তাঁর দল। ইতিমধ্যেই দলের সদস্য সংখ্যা ২ কোটিতে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন থলপতি বিজয়। প্রথমবার যাঁরা ভোট দেবেন, এমনকী মহিলা ভোটারদের দিকে বেশি করে নজর দিচ্ছে থলপতির তামিলাগা ভেত্রি কোঝাগম দল।

ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকেই নিজের রাজনৈতিক দল গড়েছেন থালাপতি বিজয়। দক্ষিণী তারকাদের রাজনৈতিক ময়দানে পা রাখার বিষয়টি নতুন নয়। এর আগেও এনটি রামারাও, জয়ললিতা, রজনীকান্ত, কমল হাসান, পবন কল্যাণরা নাম লিখিয়েছেন রাজনীতিতে। আর সেই তালিকাতে নবতম সংযোজন হয়েও থালাপতি বিজয় যা করলেন, তাতে মুগ্ধ অনুরাগীরা।

[আরও পড়ুন: প্রাক্তন কিরণকে নিয়ে মুসৌরিতে আমির, ডিভোর্সের পরও অটুট বন্ধন! ছেঁকে ধরল ভক্তরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement