Advertisement
Advertisement

Breaking News

2000 note

২০০০ টাকার নোটের পাহাড় পরিচালকের বাড়িতে! তুমুল শোরগোল নেটপাড়ায়

ব্যাপারটা কী? খোলসা করলেন নিজেই।

Telugu actor Vishnu Manchu visits Vennela Kishore home, shares 2000 note, details | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:May 24, 2023 4:33 pm
  • Updated:May 24, 2023 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই বদলে ফেলতে হবে ২০০০ টাকার নোট! কারণ, বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট নোট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এমন বড়সড় ঘোষণার পর থেকেই মাথায় হাত আম-জনতাদের। মঙ্গলবার থেকেই দেশজুড়ে বিভিন্ন ব্যাংকে শুরু হয়ে গিয়েছে নোটবদলির প্রক্রিয়া। আর এসবের মাঝেই পরিচালকের বাড়ি থেকে মিলল ২০০০ টাকার নোটের পাহাড়। যে ছবি টুইটারে প্রকাশ্যে আসতেই চূড়ান্ত শোরগোল।

দু’ হাজার টাকার নোট বাতিল হওয়ার কারণে দেশজুড়ে সোনা কেনার ঢল নেমেছে। এসবের মাঝেই নতুন করে ডামাডোল বাঁধালেন খ্যাতনামা দক্ষিণী তারকা। তিনি বিষ্ণু মাঞ্চু। পর্দায় যেরকম তুখড় অ্যাকশন দৃশ্যে ঝড় তোলেন কিংবা তাঁর কাণ্ড-কারখানা দেখে আঁতকে ওঠেন অনুরাগীরা, এবার এক পরিচালকের বাড়ি থেকে নোটের পাহাড়ের ছবি টুইট করে তুলকালাম কাণ্ড বাঁধালেন বিষ্ণু।

Advertisement

[আরও পড়ুন: প্রথম দর্শনে বাজিমাত! রেড কার্পেটে হাঁটা-মাত্রই Cannes-এ ‘হাউজফুল’ সানি লিওনির শো]

বিষয়টা ঠিক কী? ২০০০ টাকার নোটের পাহাড়ের ছবি শেয়ার করে দক্ষিণী অভিনেতা নাম নিয়েছেন আরেক জনপ্রিয় তেলেগু পরিচালকের। লিখলেন, “ভেনেলা কিশোরের বাড়িতে দেখা করতে গিয়েছিলাম। তখনই এই ছবি তোলা। এখন ভাবছি, এতগুলো ২০০০ টাকার নোটের বান্ডিল দিয়ে কী করবেন তিনি?” ব্যস, অমনি বিষ্ণু মাঞ্চুর টুইট নিমেষে ভাইরাল।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কালো টাকা ওড়ার অভিযোগ এনেছেন অনেকেই। এবার হইচই হতেই বিপাকে পড়ে মুখ খুললেন অভিনেতা। পরবর্তী টুইটে বিষ্ণু জানান, “এই টুইট আসলে রসিকতাচ্ছলেই করা। কিশোর এবং আমার বন্ধুত্ব খুবই ভাল। আমাদের মধ্যে খুনসুঁটি লেগেই থাকে। সকলেই তা জানেন। আমি ওঁর কোনও ক্ষতি চাই না।”

[আরও পড়ুন: মাদকের ব্যাগ হাতে শাহিদ কাপুর! এ কোন কেলেঙ্কারিতে জড়ালেন? দেখুন ভিডিও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement