Advertisement
Advertisement
Naga Shaurya

প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে প্রেমিকাকে চড় যুবকের! গাড়ি থামিয়েই ক্ষমা চাইতে বললেন অভিনেতা

ভাইরাল হয়েছে তেলুগু অভিনেতার এই ভিডিও।

Telugu actor Naga Shaurya asks man to apologize after slapping girlfriend | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 1, 2023 5:50 pm
  • Updated:March 1, 2023 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য রাস্তায় বান্ধবীকে চড় মারছেন এক যুবক। এই দৃশ্য দেখেই ওই ব্যক্তিকে ক্ষমা চাইতে বললেন তেলুগু অভিনেতা নাগা শৌর্য (Naga Shaurya)। যদিও নিজের আচরণে এতটুকু অনুতপ্ত ছিলেন না ওই যুবক। তবে অনড় অভিনেতাও। ক্ষমা না চাওয়া পর্যন্ত যুবককে ছাড়লেন না তিনি। নাগা শৌর্যর এই ভিডিও ছড়িয়ে গিয়েছে নেটদুনিয়ায়। অভিনেতার কাজে বাহবা জানিয়েছেন নেটিজেনরা।

ঠিক কী ঘটেছিল? হায়দরাবাদে (Hyderabad) রাস্তায় দাঁড়িয়েই প্রেমিকাকে চড় কষান এক ব্যক্তি। সেই দৃশ্য দেখেই রেগে ওঠেন অভিনেতা। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যুবককে ধরে ফেলেন। সাফ জানান, এখনই প্রেমিকার কাছে ক্ষমা চাইতে হবে। যুবকের পালটা দাবি, তাঁর প্রেমিকার সঙ্গে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন তিনি। তর্ক-বিতর্কে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisement

[আরও পড়ুন: ডেলিভারি ম্যান কপিল শর্মা, ‘জিগাটো’র ট্রেলারে ফুটে উঠল রেটিং নির্ভর জীবনের যন্ত্রণা]

সামাল দিতে ওই যুবকের প্রেমিকা তাঁকে সরিয়ে নিতে যান। কিন্তু যুবককে আটকে রেখে শৌর্য্য সাফ বলেন, “রাস্তার মাঝে দাঁড়িয়ে প্রেমিকাকে চড় মারলেন কেন? প্রেমিকা বলেই তার সঙ্গে এরকম আচরণ করা যায় না। ক্ষমা চান ওর কাছে।” পথচলতি সাধারণ মানুষও একই কথা বলেন। শেষ পর্যন্ত ক্ষমা চান ওই যুবক।

এই ঘটনার ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়। তেলুগু তারকার (Telugu Actor) এমন কাজে মুগ্ধ নেটিজেনরা। সকলেই একবাক্যে তাঁকে সমর্থন জানিয়েছেন। এই পদক্ষেপের পর সাধারণ মানুষের চোখে অভিনেতার সম্মান আরও বেড়ে গেল, এমনটাই দাবি এক নেটিজেনের। তাঁকে ‘ বাস্তবের হিরো’ বলেও সম্বোধন করেছেন অনেকে। 

[আরও পড়ুন: দাড়ি-গোঁফ আর বিকিনি পরে সুইমিং পুলে! আজব কীর্তি সারা আলি খানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement