সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নক্ষত্র পতন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা জয় প্রকাশ রেড্ডি (Jaya Prakash Reddy)। মঙ্গলবার সকালে খবর প্রকাশ্যে আসার পর শোকস্তব্ধ চলচ্চিত্র মহল।
চলতি বছর বিনোদন জগতের ক্ষেত্রে মোটেও ভাল যাচ্ছে না। করোনা (CoronaVirus) সংকটের জেরে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল। নিউ নর্মালে তা শুরু হলেও হাজারও বিধিনিষেধ মেনে কাজ করতে হচ্ছে। সিনেমা হলগুলি এখনও খোলার অনুমতি পায়নি। এরই মধ্যে একের পর এক মৃত্যু সংবাদ এসে চলেছে। ইরফান খান, ঋষি কাপুর থেকে সুশান্ত সিং রাজপুত। একের পর এক মৃত্যুশোক সিনেমাপ্রেমীদের ভারাক্রান্ত করেছে। মঙ্গলবার সকালে আরও এক অভিনেতার মৃত্যু সংবাদ প্রকাশ্যে এল। এদিন সকালে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) গুন্টুর জেলায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা জয় প্রকাশ রেড্ডির।
১৯৪৬ সালে অন্ধ্রপ্রদেশের সিরভেল জেলায় জন্ম জয় প্রকাশ রেড্ডির। ১৯৮৮ সালে ভেঙ্কটেশ অভিনীত ছবি ‘ব্রহ্মা পুত্রুদু’-র মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন। পরিচিতি পান তেলুগু ব্লকবাস্টার ‘সমরসিমহা রেড্ডি’ সিনেমায় বীরা রাঘব রেড্ডির চরিত্রে অভিনয় করে। তিন দশকেরও বেশি অভিনয় জীবনে একশোরও বেশি তেলুগু ও তামিল সিনেমায় অভিনয় করেছেন জয় প্রকাশ রেড্ডি। খল চরিত্রের পাশাপাশি তাঁর কৌতুকাভিনয়ও দর্শকদের পছন্দ হয়েছে। শেষ মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নিকেভারু’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়প্রকাশ রেড্ডি। অভিনেতার মৃত্যুর খবর পেয়ে সেই স্মৃতিই স্মরণ করেছেন মহেশ বাবু। শোক প্রকাশ করেছেন জুনিয়র এনটিআর, প্রণিতা সুভাষের মতো দক্ষিণী তারকারাও।
Saddened by the passing of #JayaPrakashReddy garu. One of TFI’s finest actor-comedians. Will always cherish the experience of working with him. Heartfelt condolences to his family and loved ones.
— Mahesh Babu (@urstrulyMahesh) September 8, 2020
అద్భుతమైన నటనతో అందరినీ అలరించిన జయప్రకాష్ రెడ్డి గారు ఇక లేరు అనే వార్త బాధాకరం. ఆయన ఆత్మ కు శాంతి కలగాలని కోరుకుంటున్నాను. Rest in Peace sir Jayaprakash Reddy Garu 🙏🏻
— Jr NTR (@tarak9999) September 8, 2020
Such a huge loss to #Telugu cinema, Om Shanti 🙏 #JayaPrakashReddy pic.twitter.com/ZcyQr2b2Sh
— Pranitha Subhash (@pranitasubhash) September 8, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.