সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! স্টেজে স্পটলাইটে আসার এত তাড়া যে, নায়িকাকেই ধাক্কা মেরে সরিয়ে দিলেন নায়ক! হ্য়াঁ, সম্প্রতি এমনই কাণ্ড ঘটিয়ে ফেললেন তেলুগু ছবির সুপারস্টার বালাকৃষ্ণ। নায়িকা অঞ্জলির সঙ্গে এমন ব্যবহার করায় রীতিমতো নেটপাড়ায় কটাক্ষের শিকার বালাকৃষ্ণ।
তা ঠিক কী ঘটেছে?
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে , ‘গ্য়াংস অফ গোদাবরী’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বালাকৃষ্ণা ও অঞ্জলি। সেই অনুষ্ঠান স্টেজে ওঠার পর হঠাৎই নায়িকা অঞ্জলিকে ধাক্কা মারেন বালাকৃষ্ণ। নায়কের এমন ব্যবহার প্রথমে অবাক হলেও, পরে হেসে উড়িয়ে দেন অঞ্জলি। তবে নেটপাড়া কিন্তু এ বিষয়টাকে একেবারেই হালকা ভাবে নেননি। উলটে কটাক্ষ করেছেন বালাকৃষ্ণকে।
পরিচালক হনসল মেহতা এক্স-এ ভিডিওটি পুনরায় পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘এই নৃৃশংস অমানুষটা কে?’ যখন একজন ভক্ত জানায়, লোকটি হলেন নন্দমুরি বালাকৃষ্ণ, একজন প্রবীণ তেলুগু সুপারস্টার, অন্ধ্র প্রদেশের বিধায়ক এবং কিংবদন্তি তেলুগু অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাওয়ের পুত্র, হনসাল পালটা প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘তাহলে তো ১০০ গুণ নৃশংস’।
— Out of Context Telugu (@OutOfContextTel) May 29, 2024
এর আগে প্রিয়াঙ্কা চোপড়ার বোন মান্নারা চোপড়া ছবির প্রচারের মাঝে চুমু খাওয়ায়, পরিচালক রবি কুমারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন অনেকে। একডজন সাংবাদিকদের সামনে এমন কাণ্ড ঘটায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়তে হয়েছিল মান্নারাকে। আর এই চুমুর ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হইচই পড়ে গিয়েছিল। পরিচালক রবি কুমারকে পড়তে হয় তুমুল বিক্ষোভের মুখে। আর এবার নায়িকাকে ধাক্কা দেওয়ায় বিপাকে অভিনেতা বালাকৃষ্ণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.