সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা ভিভান ঘোষ (Vivaan Ghosh)। বাংলার ড্রয়িং রুমে অবশ্য তিনি খলনায়ক হিসেবেই বেশি পরিচিত। সেই ভিভান ঘোষই সম্প্রতি পড়েছিলেন ভয়াবহ দুর্ঘটনার মুখে। জানা গিয়েছে, ২৫ জুন শুটিং সেরে ফেরার পথে তাঁর গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগে। কপালের জোরে প্রাণে বেঁচে যান ভিভান।
সংবাদ মাধ্যমকে ভিভান জানিয়েছেন, ”মঙ্গলবার শুটিং শেষ হতে একটু রাত হয়ে গিয়েছিল। রাতের ফাঁকা রাস্তায় হঠাৎই গাড়ির পিছনে চলে আসে একটি লরিট। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে আসা লরি ধাক্কা মারে গাড়িতে। গান শুনতে শুনতে যাচ্ছিলাম। জোরে ঝাঁকুনি খেয়ে সজাগ হই। কিছু বুঝে ওঠার আগে চারপাশে লোক জড়ো হয়ে যায়।’’
অভিনেতা জানিয়েছেন, ”তিনি ও গাড়ির চালক সুস্থ রয়েছেন। চোট অবশ্য অল্প লেগেছে। তবে গাড়িটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে দুমড়ে গিয়েছে। পুলিশ ট্রাকের ড্রাইভারকে গ্রেফতার করেছে।”
কৃষ্ণকলি, উমার মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছেন ভিভান। সদ্য শুরু হয়েছে, নতুন ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-এর শুটিং। সেই শুটিং থেকে ফেরার সময়ই বিপত্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.